ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
সবথেকে খারাপ করোনা আক্রান্ত দেশের তালিকায় রাশিয়াকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এল ভারত। বিভিন্ন রাজ্য সরকারের রবিবার সন্ধ্যার তথ্য অনুযায়ী ভারতবর্ষে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬.৯ লক্ষ। অন্যদিকে আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী রাশিয়ায় বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬.৮ লক্ষ। ভারতের সামনে এখন শুধু ব্রাজিল (১৫ লক্ষ) আর মার্কিন যুক্তরাষ্ট্র (২৭ লক্ষ)।
রবিবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হন-প্রায় ২৫০০০, মৃত্যু হয় ৬১৩ জনের।
আরও পড়ুন:গাজিয়াবাদের পটকা কারখানায় বিস্ফোরণে মৃত ৭ শ্রমিক
সবথেকে দুরবস্থা মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লির। করোনা সংক্রমণ রুখতে গত মার্চ মাসে দেশব্যাপী কড়া লকডাউন লাগু করা হয়। বর্তমানে ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, শহরে মেট্রো পরিষেবা, সিনেমা, জিম ,সুইমিংপুল ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584