শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিরাট কোহলির ব্যাটিংয়ের সৌন্দর্য কি? তাঁর কাভার ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ… এসব তো চোখে লেগে থাকে। কিন্তু সেই দেখার সৌন্দর্যের ভেতরেও আরও বড় সৌন্দর্য লুকিয়ে, চাপের ম্যাচে তাঁর ব্যাট চওড়া হয়ে উঠলে দেখার মজাই আলাদা।
দুবাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে তেমন চাপের ম্যাচেই চওড়া হয়ে ওঠে ভারত অধিনায়কের ব্যাট। কোহলির ৪৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে, আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান তুলেছে ভারত।
উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৩ ওভারের মধ্যে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন পেসার শাহিন আফ্রিদি। অবিশ্বাস্য দুই ডেলিভারিতে তুলে নেন দুই ওপেনারকে।
ইয়র্কার লেংথের বলে রোহিতকে ‘গোল্ডেন ডাক’ উপহার দেন বাঁহাতি এই পেসার। এরপর নিজের পরের ওভারের প্রথম বলে রাহুলকে তুলে নেন দারুণ এক ডেলিভারিতে। ভেতরে ঢোকা বলে বোল্ড হন রাহুল (৩)। কোহলি ততক্ষণে উইকেটে চলে এসেছেন। শুরু হয় তাঁর ভারতের ইনিংস মেরামতের পাশাপাশি দ্রুত রান তোলার লড়াই।
১৮.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে কোহলি সে লড়াইয়ে পাস নম্বর তুলে নেন। অন্য প্রান্তের প্রায় সব ব্যাটসম্যানের সঙ্গেই জুটি গড়ার চেষ্টা করেন কোহলি। সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে এল ২১ বলে ২৫ রানের জুটি।
আরও পড়ুনঃ অপ্রতিরোধ্য কোহলিদেরকে হারাতে পারলেই বোনাস মিলবে পাক খেলোয়াড়দের
চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৪০ বলে ৫৩ এবং পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ৩৩ বলে ৪১ রানের জুটিতে ভারতের ইনিংসে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক। ৩০ বলে ৩৯ রান করা ঋষভ পন্ত আর কিছুক্ষণ উইকেটে থাকলে ভারতের সংগ্রহ আরও বড় হতে পারত। কিন্তু প্রাপ্য কৃতিত্ব দিতে হবে পাকিস্তানের বোলারদের। হাসান আলী, শাহিন আফ্রিদি ও ইমাদ ওয়াসিম মিলে পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতকে ৩ উইকেটে ৩৬ রানের বেশি তুলতে দেননি।
আরও পড়ুনঃ আসালঙ্কা-রাজাপক্ষতে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ
১০ ওভার শেষেও ভারতের ওভার প্রতি রান তোলার গড় ৬ এর ওপরে তুলতে দেননি পাকিস্তানের বোলাররা (ভারত ১০ ওভারে ৩ উইকেটে ৬০)। এখান থেকেও সংগ্রহটা পাকিস্তানের ধরা ছোঁয়ার বাইরে নেওয়ার সুযোগ ছিল ভারতের। শুধু অন্য প্রান্ত থেকে কোহলিকে যোগ্য সঙ্গ দিতে হতো কাউকে। পন্ত ছাড়া আর কেউ কাজটা সেভাবে করতে পারেননি। ৩১ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584