নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে অব্যাহত কৃষক আন্দোলন। এদিকে বাংলায় আসন্ন বিধানসভা ভোট নিয়ে উত্তপ্ত রাজনীতি। এই সমস্ত ইস্যুগুলিই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেই সুযোগে ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে পেট্রল ও ডিজেলের দাম।
বৃহস্পতিবারও জ্বালানির দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। আর তার ফলে দামের নয়া রেকর্ড গড়ল পেট্রল। এদিন দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ২৩ পয়সা বৃদ্ধির পরে দাঁড়িয়েছে ৮৪ টাকা ২০ পয়সা। যা সর্বকালীন রেকর্ড।
একইভাবে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে ২৬ পয়সা। যার ফলে রাজধানীতে এদিন ৭৪ টাকা ৩৮ পয়সা দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই জ্বালানি। গতকাল, বুধবার প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ২৬ পয়সা এবং ২৫ পয়সা করে বেড়েছিল। দামের কারণে কলকাতায় জ্বালানির দাম আরও বেশি।
আরও পড়ুনঃ ‘কো-উইন’ অ্যাপ ডাউনলোড করতে নিষেধ কেন্দ্রের
এর আগে ২০১৮ সালের ৪ অক্টোবর দিল্লিতে পেট্রল রেকর্ড গড়েছিল। সেবার দাম উঠেছিল ৮৪ টাকা। একইসঙ্গে ওই দিন রেকর্ড গড়েছিল ডিজেলও। দাম হয়েছিল ৭৫ টাকা ৪৫ পয়সা। ওই দিন মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রতি লিটার পেট্রল ও ডিজেলে ১ টাকা ৫০ পয়সা শুল্ক হ্রাস করেছিল দিল্লি সরকার।
আরও পড়ুনঃ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রড! বড় ধাক্কার মুখোমুখি অনিল আম্বানি
ভারতের বৃহত্তম রিটেইল তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর পরিসংখ্যান অনুসারে আজ, ৭ জানুয়ারি অধিকাংশ শহরে ডিজেলের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির পরে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের পাশাপাশি পেট্রলের দামও এদিন বেড়েছে। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম হয়েছে ৮৫ টাকা ৬৮ পয়সা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584