নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লকডাউনের মধ্যে একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে ফোটোগ্রাফার বা চিত্রগ্রাহকদের একটুকরো আনন্দ দেওয়ায় চেষ্টা করল ভারতীয় ডাক বিভাগ। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ফোটোগ্রাফি বা আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় ডাকবিভাগ।
প্রতিযোগিতায় যে আলোকচিত্রটি প্রথম স্থান অধিকার করবে, সেটিকে স্বাধীনতা দিবসের স্মারক স্ট্যাম্প হিসাবে প্রকাশ করবে তারা। ডাকবিভাগের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সাত দিনের মধ্যে এনআরএস মেডিক্যাল কলেজে চালু হবে করোনা ওয়ার্ড
এই ফোটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়বস্তু হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া (কালচারাল)। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতায় থাকা mygov.in-এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে ৫০ হাজার টাকা। এছাড়াও আছে অন্যান্য পুরস্কার।
আরও পড়ুনঃ হল কর্মীদের পাশে খড়গপুর আইআইটির প্রাক্তন শিক্ষার্থীরা
পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি অপেশাদার আলোকচিত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই বলে জানিয়েছে ডাকবিভাগ। তবে প্রতিযোগিতায় যে ছবি পাঠানো হবে। তার সম্পর্কে খুব ছোট করে লিখে দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584