ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
‘প্যারিস বেসড রিপোর্টার’ দের সীমাহীন পর্যবেক্ষণের তালিকায় ভারতে স্থান ১৪২-এ, তাদের বার্ষিক পর্যবেক্ষণে ভারত পিছিয়ে পরলো আরও দু’ ধাপ। বিশ্ব সংবাদ স্বাধীনতার তালিকা ২০২০-র পর্যবেক্ষণে যদিও দেখা যায় যে ২০১৮ -এর ৬ জন সংবাদিক হত্যা হয়ে থাকলেও ২০২০ সেই দিক থেকে একেবারেই স্বচ্ছ। সুতরাং, সাংবাদিকদের নিরাপত্তা ধরে নেওয়া যায় সে ক্ষেত্রে যথেষ্টই উর্দ্ধমুখী।

তা হলেও, তার পরেও কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা যথেষ্টই বিপর্যস্ত। কখনও পুলিশের দ্বারা, কখন দুষ্কৃতীদের দ্বারা কখনও বা মাফিয়া মস্তানদের দ্বারা আবার কখনও বা রাজনৈতিক দলের মানসিক ও শারিরীক অত্যাচারের ফলে আবার কখনও বা হিন্দুত্ববাদীদের চুড়ান্ত অসভ্যতা যা সাংবাদিকদের জীবনকে অতিষ্ট করে তোলে।
সেক্ষেত্রে কোনো মহিলা সাংবাদিক হলে তো আর কোনো কথাই নেই, শুরু হয়ে যায় স্যোশাল মিডিয়ায় তাকে নিয়ে কুরুচিকর নানান মন্তব্য। ধীরে ধীরে তার জীবনকে নরকের পরিণত করা হয়।
প্যারিস বেসড্ সীমাহীন রির্পোটাররা তাদের পর্যবেক্ষণে আরোও বলেন, ভারতীয় সাংবাদপত্রের আরো চরম খারাপ সময় নেমে আসে কাশ্মীর ঘটনাকে কেন্দ্র করে। ৩৭৭ নং ধারা জারী হবার আগে ও পরের দিকে যখন সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই সংবাদমাধ্যম এর কাঠামো আরো ভেঙে পরতে শুরু করে।
কেবল তাই নয় বিভিন্ন সময় বিভন্ন ভাবে সরকারের চাপের ফলে সংবাদপত্রের স্বাধীন সংবাদ প্রচারের আর কোনো পথই খোলা থাকেনা। ফলত , একাংশের মানুষ সংবাদপত্রের প্রতি ধীরে ধীরে তাদের বিশ্বাস হারাতে শুরু করেছে।
“প্যারিস বেসড্ সীমাহীন রির্পোটার ” বা “রির্পোটর্স উইদাউট বর্ডাস ” এর পর্যবেক্ষণের ফলে দেখা যায় দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমের অবস্থা বরাবরই খারাপ, সেক্ষেত্রে পাকিস্তান আরো ৩ ধাপ নেমে ১৪৫ নং স্থান অধিকার করেছে , বাংলাদেশ আরো এক ধাপ নেমে বর্তমানে ১৫১ নং স্থান অধিকারি।
সর্বপ্রথম স্থানাধিকারী নরওয়ে, বর্তমানে নভেল করোনা ভাইরাস নিয়ে অনেকাংশের অভিযোগের তীর যে দেশের দিকে অর্থাৎ চীন ১৭৭নং স্থান লাভ করেছে এবং জং কিম উনের নর্থ করিয়া সর্বশেষ স্থান লাভ করেছে।
অর্থাৎ, সমীক্ষা অনুযায়ী আবারও চতুর্থ বারের জন্য নরওয়ে হলো সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে প্রথম স্থানাধিকারী। তার পরের দুই স্থান পেলো ফিনল্যাণ্ড ও ডেনমার্ক। এবং সমীক্ষা অনুযায়ী জার্মানি ১১, ফ্রান্স ৩৪, ব্রিটেন ৩৫, আমেরিকা ৪৫ নং স্থান অধিকার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584