শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মোদী জমানায় দেশের খাদ্য নিরাপত্তা তলানিতে। বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচক ২০২১ অনুযায়ী ১১৩ টি দেশের মধ্যে ভারতের স্থান ৭১ নম্বরে। খাদ্য সামর্থ্যে ভারতের স্থান দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও শ্রীলঙ্কার চাইতে অনেক নীচে এমনটাই জানা গিয়েছে ইকনমিস্ট ইম্প্যাক্ট ও করটিভা অ্যাগ্রিসায়েন্স দ্বারা প্রকাশিত এক রিপোর্টে।
আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফিনল্যান্ড, সুইতজারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, জাপান, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সকলেই খাদ্য নিরাপত্তায় ৭৭.৮ থেকে ৮০ পয়েন্ট পেয়ে সূচকের একেবারে উপরের দিকে রয়েছে। এমনকি খাদ্য সামর্থ্যে পাকিস্তান পেয়েছে ৫২.৬০ পয়েন্ট, শ্রীলঙ্কা পেয়েছে ৬২.৯ পয়েন্ট সেখানে ভারতের স্কোর ৫০.২ , ফলে দেশের খাদ্য নিরাপত্তা যে একেবারে তলানিতে ঠেকেছে তা এই রিপোর্ট থেকেই স্পষ্ট।
বেশ কয়েকটি বিভাগের ওপর ভিত্তি করে ১১৩ টি দেশের খাদ্য নিরাপত্তা সূচক রিপোর্ট তৈরি করেছে লন্ডনের একটি সংস্থা ইকনমিস্ট ইম্প্যাক্ট। তার মধ্যে খাদ্য সামর্থ্যের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ভারত। রাষ্ট্রপুঞ্জের যে সাতটি ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ২০৩০ সালের মধ্যে সারাবিশ্বে অনাহারে মৃত্যুর সংখ্যা শূন্যে নিয়ে যাওয়া।
আরও পড়ুনঃ ৭ বছরে দেশকে দিয়েছেন এক জোড়া শূন্য! ০০৭ জেমস বন্ডের ধাঁচে মোদীর মিম শেয়ার ডেরেকের
বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে অন্যান্য বিভাগ মিলিয়ে সামগ্রিকভাবে ভারত ৫৭.২ পয়েন্ট পেয়ে ৭১ তম স্থানে থাকলেও প্রতিবেশী রাষ্ট্র চীন কিন্তু অনেকটাই টেক্কা দিয়েছে ভারতকে। বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে চীন রয়েছে ৩৪ তম স্থানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584