নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংবাদমাধ্যমকে দেশের মানুষ কতটা বিশ্বাস করেন- এ বিষয়ে চালানো এক সমীক্ষায় ৪৬ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৩১ নম্বরে। সম্প্রতি ‘দ্যা রাইটার্স ইনস্টিটিউট ডিজিটাল নিউজ রিপোর্ট ২০২১’ অনুযায়ী উত্তর দাতাদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ ভারতীয় জানিয়েছেন যে তারা সংবাদমাধ্যমকে বিশ্বাস করেন।
এই নিয়ে এই সমীক্ষা দশ বছরে পা দিতে চলেছে। তবে এবারে প্রথম ভারতকে এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে উত্তরদাতাদের (সমীক্ষায় অংশগ্রহণকারী) ৭৩ শতাংশ সংবাদের জন্য স্মার্টফোনের উপর নির্ভর করেন। উত্তর দাতাদের ৮২ শতাংশ আবার সংবাদের জন্য মূলত অনলাইন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবের উপর নির্ভরশীল। তবে তাদের বক্তব্য বর্তমানে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ভুয়ো খবরে পরিপূর্ণ।
The Reuters Institute Digital News Report, 2021, to be released virtually on June 23, finds #India ranked 31 out of 46 countries on levels of overall trust in news. Only 38% of the respondents from India said they trust #news overall.https://t.co/ygdxezXFtU
— The Hindu (@the_hindu) June 23, 2021
আরও পড়ুনঃ প্রমাণ দিতে পারেনি এনআইএ, ৪ বছর পর মুক্ত ইউএপিএ অভিযুক্ত হাবিব
তবে প্রিন্ট মিডিয়ার উপর ভারতবাসীর এখনও যথেষ্ট ভরসা রয়েছে। কিন্তু অর্থনৈতিক মন্দা ও করোনা আতিমারির মাঝে সার্কুলেশন সমস্যা ও বিজ্ঞাপনের ঘাটতি প্রিন্ট মিডিয়ার মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি তারা কর্মচারীদের বেতন দিতে সক্ষম হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584