বিশ্বের অর্থনৈতিক মন্দার পিছনে দায়ী ভারত, জানাচ্ছেন আইএমএফের অর্থনীতিবিদ

0
51

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

অর্থনৈতিক মন্দায় ভুগছে গোটা বিশ্ব। বাদ নেই ভারতও। তবে গোটা বিশ্বের অর্থনৈতিক হ্রাসের ক্রমবর্ধমানতার জন্য ভারতকেই দায়ী করলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।

gita gopinath | newsfront.co
গীতা গোপীনাথ। চিত্র সৌজন্যঃ লাইভ মিন্ট

জাতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় অর্থনীতিকে মন্দা গ্রাস করছে। তার ফলে আশঙ্কা করা হচ্ছে গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা কিছুটা হলেও ধাক্কা খাবে।

আরও পড়ুনঃ ‘আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ’, দেশের হালহকিকত নিয়ে ঝেড়ে কাশলেন নাসির

পাশাপাশি ভারতীয় জিডিপি-র পতনের প্রভাব পুরো বিশ্বের অর্থনীতিতে পড়ছে বলে জানান আইএমএফের প্রধান অর্থনীতিবিদ। তিনি আরও বলেন, ভারতীয় অর্থনৈতিক মন্দার কারণে মনে করা হচ্ছে যে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার ০.১ শতাংশ কমতে পারে।

সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার পূর্বাভাসে ভারত-সহ গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির পরিমাণ আরও কমিয়ে দিয়েছে। এর আগে আইএমএফ জানিয়েছিল ২০১৯-২০ তে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার থাকবে ৬.১ শতাংশ। কিন্তু তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থা জানিয়েছে, ভারতীয় বাজারের বর্তমান অবস্থা অনুযায়ী জিডিপি ৪.৮ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here