বেড়েছে দ্বিপাক্ষিক উত্তেজনা,পাক হাইকমিশন দফতর থেকে কর্মী সংকোচন করছে দিল্লি

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে পাকিস্তান দূতাবাসের অনেক কর্মী গুপ্তচরের কাজ করে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ছিলই। সম্প্রতি দুই কর্মীকে হাতেনাতে ধরে ভারত থেকে বহিষ্কার করা হয়। এরপরই চরবৃত্তি করছে এই সন্দেহে পাকিস্তান দূতাবাসের অর্ধেক কর্মীকে ইসালামাবাদে ফেরতে পাঠাতে বলল দিল্লি। সাম্প্রতিক দ্বিপাক্ষিক উত্তেজনাকে সঙ্গী করে দিল্লির পাক হাইকমিশন দফতর থেকে কর্মী সংকোচন করছে বিদেশ মন্ত্রক। প্রায় ৫০ শতাংশ কর্মী সংকোচন করতে চলেছে নয়াদিল্লি।

Embassy | newsfront.co
সংবাদ চিত্র

সূত্রের খবর, মঙ্গলবার সকালে এই বিষয়টি ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মইন উল হককে ডেকে জানানো হয়েছে। এদিন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ভারত সরকার নয়াদিল্লিতে থাকা পাক দূতাবাসের ৫০ শতাংশ কর্মীকে দেশে ফেরাতে বলেছে। পাশাপাশি ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাস থেকেও অর্ধেক কর্মীকে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

আরও জানানো হয়েছে, “পাকিস্তানের আচরণ ভিয়েনা চুক্তির পরিপন্থী। তাদের কূটনীতিবিদ ও কনসুলারদের তরফে দ্বিপাক্ষিক সহমতের উলঙ্ঘন। পাশাপাশি সীমান্ত পারের সন্ত্রাসবাদ ও হিংসায় মদত দেওয়ার ইন্ধন।”

সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বিদেশ মন্ত্রক বলেছে, “সম্প্রতি গান পয়েন্টে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে অপহরণ করে নির্যাতন করা হচ্ছে। এই ঘটনায় স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে হিংসায় মদত দিতে পড়শি দেশ কতদূর পর্যন্ত যেতে পারে।” গত সপ্তাহে ভারতীয় দূতাবাসের দুই কর্মী সকাল থেকে নিখোঁজ ছিলেন। নয়াদিল্লির দৌত্যের পর সন্ধ্যায় উদ্ধার করা হয় তাঁদের। এই ঘটনা দ্বিপাক্ষিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here