দেশেই চরম অভাব,সার্বিয়ায় করোনা সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম পাঠাল ভারত

0
388

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:

ভারতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাকারী স্বাস্থ্য কর্মীদের প্রটেক্টিভ গিয়ার  সংকটের মধ্যেই ভারত ৯০ টন চিকিৎসা সরঞ্জাম ও সেফটি গিয়ার পাঠাল সার্বিয়ায়।

ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রামের সার্বিয়া শাখার একটা টুইট সামনে আসার পরই ব্যাপারটি খোলসা হয়।  ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) সংস্থার মাধ্যমেই করোনা প্রভাবিত দেশগুলোকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি পাঠানো  হচ্ছে। যদিও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এ বিষয়ে তাদের কাছে কোন খবর নেই।

সেই টুইট বার্তায় লেখা আছে,”৯০ টন চিকিৎসা সরঞ্জাম সহ দ্বিতীয় কার্গো বোয়িং ৭৪৭ ভারতবর্ষ থেকে আজ বেলগ্রেডে নামল। এই মূল্যবান সরঞ্জাম সারবিয়া সরকার কিনেছে, এতে পুরোপুরি অর্থ সাহায্য করেছে ইইউ এবং ইউএনডিপি’র সারবিয়া শাখা ফ্লাইটের  ব্যবস্থা করে দ্রুত ডেলিভারির ব্যবস্থা করেছে।”

ওই ৯০ টন করোনা সংক্রান্ত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ৫০ টন সার্জিক্যাল গ্লাভস। এছাড়াও রয়েছে স্বাস্থ্য কর্মীদের জন্য বর্তমানে খুব প্রয়োজনীয় মাস্ক ও কভারেলস।

কোচি বিমানবন্দরের মুখপাত্র জানান যে গত ২৯ শে মার্চও আরেক লট চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে যার মধ্যে ছিল ৩৫ লক্ষ জোড়া স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস।এই ৩০টন কন্সাইনমেন্ট পাঠানো হয়েছে ট্রানসাভিয়াএক্সপোর্ট এয়ারলাইনস কার্গো বিমানের মাধ্যমে।

দেশব্যাপী করোনা সংকটে স্বাস্থ্যকর্মীরা প্রটেক্টিভ গিয়ার থেকে বঞ্চিত হচ্ছে। করোনাভাইরাস রোগীদের চিকিৎসা করতে গিয়ে  দেশব্যাপী ১০০ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। এমনকি  দেখা গেছে ভারতবর্ষের কোথাও কোথাও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসকেরা রেইনকোট ও হেলমেট পরে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন।

তার উপর, সোমবার কেন্দ্র সরকারের দাবি করেছে যে ঘাটতি মেটাতে প্রচুর পরিমাণে ঐরকম গিয়ার অর্থাৎ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সংগ্রহ করার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া ও চীন থেকে। এই সময় এই চিকিৎসা সরঞ্জাম প্রেরণ নিয়ে প্রশ্ন উঠছেই ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here