বিরাট ভুলে গোলাপি বলের প্রথম দিনের শেষে ব্যাকফুটে টিম কোহলি

0
68

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অ্যাডিলেডের মাঠে গোলাপি বলের টেস্টে বিরাট ভুল আর তার খেসারত দিয়ে প্রথম দিনের শেষে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ডাকে সাড়া দিয়ে বল না দেখেই দৌড়ে রান আউট হয়ে খেসারত দিলেন ভারত অধিনায়ক। উইকেটটা অস্ট্রেলিয়াকে যেন উপহার দিলেন রাহানে। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ২৩৩ অবস্থা বেশ খারাপ।

Virat Kohli | newsfront.co

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট। যদিও শুরুটা বেশ খারাপ হয় ম্যাচের দ্বিতীয় বলে মিচেল স্ট্রাক বোলড করেন পৃথ্বী শকে। ম্যাচের দ্বিতীয় বলে মিচেল স্টার্কের বল। অন্য ওপেনার ময়াঙ্ক আগরওয়ালও (৪০ বলে ১৭ রান) বোল্ড হন প্যাট কামিন্সের বলে।

আরও পড়ুনঃ ওয়ার্ন বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করলেন পূজারাকে

তবে ৩ নম্বরে নামা চেতেশ্বর পূজারা (১৬০ বলে ৪৩ রান) এবং বিরাট ৬৮ রানের পার্টনারশিপ গড়েন। ধীরে ধীরে যখন ম্যাচের রাশ নিজেদের হাতে নিচ্ছেন, তখনই হঠাৎ ছন্দ পতন। স্পিনার ন্যাথন লায়নের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দেন পূজারা। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলে আউট হতে হয় এরপর নিজে ৭৪ রান করে রাহানের সঙ্গে ভুলবোঝা বুঝি করে আউট হন কোহলি।

আরও পড়ুনঃ দেড় কোটি টাকার পরিষেবা কর ছাড় পেলেন সৌরভ

ভারত অধিনায়ক ফিরতেই রাহানে ৪২ রান করে স্ট্রাকের ডেলিভারিতে এল বি হন রাহানে। এরপর ১৬ রান করে হ্যাজেল উডের বলে এল বি হন হনুমা বিহারি। প্রথম দিনের শেষে ভারত তুলেছে ছয় উইকেট হারিয়ে ২৩৩। ক্রিজে বাংলার ঋদ্ধি মান সাহা ও রবি চন্দ্র অশ্বিন দুজনের কাছেই নিজেদের প্রমান করে ভারতকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার লড়াই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here