ওয়েবডেস্কঃ
ভারতীয় চলচ্চিত্র প্রযোজক গুনিত মোঙ্গা’র ‘পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স’ সেরা ডকুমেন্টারি শর্ট সাব্জেক্ট বিভাগে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করল।ঋতুস্রাব নিয়ে তৈরি হওয়া এই তথ্যচিত্রটি পরিচালনা করেন বিখ্যাত ইরানি-আমেরিকান চিত্রনির্মাতা রায়কা জেতাবাচি।
ঋতুস্রাব নিয়ে তৈরি এই তথ্যচিত্রে ফুটে উঠেছে সামাজিক কুসংস্কারের বাঁধা ভেঙে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে মেয়েদের জীবন যুদ্ধের লড়াই। দিল্লীর অদূরে হাপুর নামক গ্রামে এই তথ্যচিত্রের সুটিং হয়েছে। পুরস্কারের খবর পেয়ে গুনিত টুইটারে তার উচ্ছাস প্রকাশ করেছেন।
WE WON!!! To every girl on this earth… know that you are a goddess… if heavens are listening… look MA we put @sikhya on the map ❤️
— Guneet Monga (@guneetm) February 25, 2019
উল্লেখ্য, এই বিভাগে মনোনীত ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’, ‘এ নাইট অ্যাট দ্যা গার্ডেন’এর মত তথ্যচিত্র গুলোকে পিছনে ফেলে অস্কার বিজয়ী হয়েছে এই তথ্যচিত্রটি।
পরিচালক রায়কা জেতাবচি অস্কার গ্ৰহন করতে গিয়ে উচ্ছসিত হয়ে বলেন, “আমি কাঁদছি না। বিশ্বাস করতে পারছিনা যে ঋতুস্রাবের উপর তৈরি কোন ছবি অস্কার পেতে পারে”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584