ওয়েবডেস্কঃ
মেঘালয়া হাইকোর্টের বিচারপতি জাস্টিস এস আর সেন বুধবার মন্তব্য করেন যে দেশ ভাগের পরেই পাকিস্তান নিজেকে ইসলামিক দেশ হিসাবে ঘোষণা করে এবং ভারতেরও উচিত ছিল নিজেকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার।কিন্তু ভারত সেই সেক্যুলার দেশই রয়ে গেল।

তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন যে হিন্দু,শিখ, জৈন, বৌদ্ধ, ক্রিস্টান, পার্সি, খাসিস , জেনটিয়াস, গারো প্রভৃতি সম্প্রদায়ের মানুষ যারা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসবে তাদের কোন ডকুমেন্ট ছাড়াই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক।
এই মন্তব্যে রাজনৈতিক মহলে হৈচৈ পড়ে যায়। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স চিফ বলেন, ” এটা একটা সেক্যুলার দেশ ও সেক্যুলার থাকবে।”
মেঘালয়ের খাসি স্টুডেন্ট ইউনিয়ন নেতৃবৃন্দ এই রায়ের চরম বিরোধিতা করে যুক্তি দেখান যে যদি এরকম ভাবে বিনা তথ্যে বাইরে থেকে আসা এই সম্প্রদায় গুলোকে যদি নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলো অতিসত্বর মুছে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584