করোনার জের, পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ

0
37

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

করোনার প্রভাবে পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ। শ্রীলঙ্কা শিবিরে হানা দিয়েছে করোনা ভাইরাস। টিমের দুই সদস্য করোনায় আক্রান্ত। যার জেরেই পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ। জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে ঘরোয়া দলের ব্যাটিং প্রশিক্ষক গ্রান্ট ফ্লাওয়ার কোভিডে আক্রান্ত হওয়ার পর ভিডিয়ো তথ্য বিশ্লেষক জি টি নিরোসানও একই রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সিরিজ পিছিয়ে ১৮ জুলাই থেকে শুরু হবে।

India srilanka series
ছবি: সংগৃহীত

সৌরভ বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা আক্রমণের জন্য আসন্ন সিরিজ পিছিয়ে গেল। তাই ১৩ জুলাইয়ের বদলে আগামী ১৮ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হবে।” ২৫ জুলাই থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ। নতুন সূচি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কায় ভারতের ম্যাচের জন্য নতুন সূচি নির্ধারিত হয়েছে।’

আরও পড়ুনঃ হরভজন-গীতার সংসারে নতুন অতিথি

আগের সূচি অনুযায়ী ১৩ জুলাই প্রথম একদিনের ম্যাচ ছিল। দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ ছিল যথাক্রমে ১৬ এবং ১৮ জুলাই। ২৫ জুলাইয়ের মধ্যে তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ১৮ জুলাই থেকে শুরু হবে একদিনের সিরিজ। ১৮, ২০ এবং ২৩ জুলাই তিনটি একদিনের ম্যাচ হবে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ২৫, ২৭ এবং ২৯ জুলাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here