অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং-ডে টেস্টে ভারতের দাপট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল ভারত। ভারতের হাতে এখনও আছে ৫ উইকেট। অধিনায়ক অজিঙ্কে রাহানে অপরাজিত রয়েছেন ১০৪ রানে। ৪০ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।
১ উইকেটে ৩৬ রানে দ্বিতীয় দিন শুরু করে ভারত। আর দিন শেষ করল ৫ উইকেটে ২৭৭ রানে। শেষদিকে বৃষ্টি না হলে আরও বেশি রান করতে পারতো টিম ইন্ডিয়া। বৃষ্টির জন্য তৃতীয়দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হবে।
একটা সময় ৬৫ রানে ৩ উইকেট হারালেও দুর্দান্ত শতরান করে দলকে টেনে তুলেন কোহলির অবর্তমানে অধিনায়কত্ব করা রাহানে। এটি তার ১২ তম টেস্ট শতরান। ২০০ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রানে ব্যাট করছেন তিনি। মেলবোর্নে রাহানের এটা দ্বিতীয় শতরান। অধিনায়ককে ভালোই সঙ্গ দিলেন হনুমা বিহারি, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুনঃ মুম্বইয়ের টি-টোয়েন্টি দলে ঢোকা কঠিন সচিন-পুত্র অর্জুনের
ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন রাহানে। জাদেজা অপরাজিত আছেন ৪০ রানে। ১০৪ বল খেলে এই রান করতে মারলেন মাত্র ১টি বাউন্ডারি।
টেস্ট অভিষেক হওয়া শুভমান গিল এদিন ৫০-র কাছে এসেও ৪৫ করে আউট হলেন। হনুমা বিহারি ২১ ও ঋষভ পন্থ ২৯ রান করেন। অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট সংগ্রহ করেন। একশোর উপরে তৃতীয় দিন লিড নিতে পারলে অস্ট্রেলিয়ারে পক্ষে ম্যাচ বের করা বেশ কঠিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584