ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে দেশে ফেরত পাঠানো ও ইসলামাবাদ থেকে ভারতীয় দূতাবাসের অর্ধেক কর্মীকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিল ভারত।
মে মাসের শেষের দিকে দিল্লিতে অবস্থিত পাক হাই কমিশনের দুই ভিসা কর্মীকে গুপ্তচরবৃত্তির দায়ে হাতেনাতে পাকড়াও করে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়।তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নকল পরিচয় পত্র বানিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে নিজেদেরকে ভারতীয় নাগরিক দাবি করে ভারতীয় সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য জোগাড় করতেন।
সেই ঘটনার জেরে সাবধানী পদক্ষেপ হিসাবে ভারত দিল্লিতে অবস্থিত পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে পাকিস্তানে ফেরতের পাঠাতে বলল।
আরও পড়ুন:হাফিজ ও ওহাব রিয়াজ সহ আরও ৭ পাক ক্রিকেটার করোনা আক্রান্ত
মঙ্গলবার ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয় যে ভারত সরকার নিউ দিল্লিতে থাকা পাক দূতাবাসের ৫০ শতাংশ কর্মীকে দেশে ফেরাতে বলেছে। একই সঙ্গে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের অর্ধেক কর্মীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584