ভারতীয় বোলিংয়ে ছারখার ইংল্যান্ড ব্যাটিং, রোহিতের ব্যাটে স্বপ্ন ভারতের

0
60

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

মোতেরাতে গোলাপি বলের তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়ার। গোলাপি বলে দেখা গেল ভারতীয় স্পিনারদের দাপট অক্ষর প্যাটেল আর রবি চন্দ্র অশ্বিনের স্পিনের ছোবলে কাত ইংল্যান্ড। মাত্র ৪৮.৪ ওভার খেলে ১১২ রানে শেষ তাঁদের ইনিংস। অক্ষর নিলেন ৬টি উইকেট। পরপর দু’ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। অশ্বিনের ঝুলিতে ৩টি উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ওপেনার জ্যাক ক্রলির। তিনি করেন ৫৩ রান।

Virat Kohli | newsfront.co

এদিন ভারতীয় দলে মোট দু’টি পরিবর্তন করা হয়। মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের বদলে দলে আসেন জসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। শূন্য রানে আউট করেন ডম সিবলিকে। শূন্যরানে ফেরেন বেয়ারস্টোও। তাঁকে আউট করেন অক্ষর প্যাটেল।

Rohit Sharma | newsfront.co

দু’উইকেট পড়লেও এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক জো রুট এবং ক্রলি। দু’জনে মিলে তৃতীয় উকেটে ৪৭ রান যোগ করেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৭ রানের মাথায় অশ্বিনের বলে আউট হন রুট। এরপর অক্ষরের বলে ৫৩ রানে আউট হন ক্রলিও। তারপর পুরোপুরি ধস নামে ইংল্যান্ড শিবিরে। ৮০/৪ থেকে ১১২ রানে গুটিয়ে যায় তাঁদের ইনিংস। এটাই ভারতের মাটিতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

আরও পড়ুনঃ ঋদ্ধিকে সুযোগ দেওয়ার জন্যই অবসর নেন ধোনি, জানান ইশান্ত

ইংল্যান্ডের আন্ডারসন, ব্রড, আর্চার তিন পেস বোলারই এদিন ছিলেন প্রথমেই বিপাকে পড়ে ভারতের টপ অর্ডার ১১ রান করে পুল করতে গিয়ে আর্চারের বলে আউট হন গিল এরপর কোনো খাতা না খুলেই লিচের বলে আউট হন পূজারা কোহলির দুটো ক্যাচ মিস হলেও তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ।

২৭ রান করে লিচের বলে বোলড হলেন ভারত অধিনায়ক তবে লড়াই করছে ভারত। রোহিত শর্মার ব্যাটে অর্ধশতরান, হিটম্যান ৫৭ রানে ক্রিজে আছেন সঙ্গে রাহানে। ভারতের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৯৯।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here