পূজারা, পন্থ জুটিতে চেন্নাইতে ঘুরে দাঁড়ালো ভারত

0
76

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

রোহিত শর্মা, বিরাট কোহলি ব্যর্থ হলেও সেই ব্যর্থতা ঢেকে দিলেন গাব্বা টেস্ট জয়ের দুই নায়ক চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। তাঁদের লড়াইয়ে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া। শতরান হাতছাড়া করলেও দু’জনেই ঢেকে দিলেন টপ অর্ডারে বাকিদের ব্যর্থতা। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে ভারত।

India vs England | newsfront.co

ভারতের হয়ে লড়াই করছেন সিডনি টেস্ট ড্র করার দুই অন্যতম নায়ক রবি চন্দ্র অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর। ফলো-অনের ভ্রুকূটি এখনও কমেনি। তবে ডম বেসের সামনে ব্যর্থ বিরাট রাহানেরা। ইংরেজ বোলারদের মধ্যে একাই চার উইকেট নেন তিনি।

এদিন দিনের শুরুতেই গতকালের রানের সঙ্গে ২৩ রান যোগ করার পরই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডম বেস আউট হন ৩৪ রানে। অ্যান্ডারসন ফেরেন ১ রান করেই। একটি উইকেট পান বুমরাহ। অপরটি পান অশ্বিন।

আরও পড়ুনঃ তৃতীয় দিন রাতের টেস্টের জন্য বুমরাহকে, দ্বিতীয় টেস্টে বাদ দেওয়ার পক্ষে গম্ভীর

জবাবে ব্যাট করতে মাত্র ৬ রান করেই জোফ্রা আর্চারের বলে আউট হন রোহিত শর্মা। এরপর ভাল শুরু করেও ২৩ রানে আউট হয়ে যান শুভমন গিল। এরপর দ্রুত অধিনায়ক কোহলি এবং সহ-অধিনায়ক রাহানেও ফিরে যান। কোহলির সংগ্রহ মাত্র ১১ রান।

আরও পড়ুনঃ ২০ ফেব্রুয়ারি শুরু বিজয় হাজারে, সহজ গ্রুপে বাংলা

অন্যদিকে, রাহানে করেন মাত্র ১ রান। যদিও উলটোদিক থেকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন সেই চেতেশ্বর পূজারা। রাহানে ফিরতেই ক্রিজে আসেন পন্থ ৯১ তিনি অবশ্য ব্যাট করতে নেমেই পালটা মার শুরু করেন।

৭৩ রানে আউট হন পূজারা আর পন্থ করেন ৯১। এরপর অশ্বিন আর সুন্দর জুটি ভারতকে টানছেন সুন্দর ৩৩ আর ৮রানে ক্রিজে অশ্বিন ২৫৭ রানে ছয় উইকেট ভারতের।বএখন দেখার ফলোয়ন বাঁচায় কিনা টিম ইন্ডিয়া!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here