নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন। সংক্রমিত ও মৃতের সংখ্যার হারও অনেকটা কমে গিয়েছে। এমনকী বাড়ছে সুস্থতার হারও। এরই মধ্যে আসানসোল, খড়্গপুর, গুয়াহাটিতে শুরু হতে চলেছে ইন্ডিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সিবিশন ২০২১। পঞ্চম বর্ষে পদার্পন করল এই পর্যটন প্রদর্শনী।
করোনা পরিস্থিতির জেরে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। তাই বিভিন্ন পর্যটন ব্যবসায়ে বিনিয়োগের উদ্দেশ্য নিয়েই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আসানসোলে ২০ ও ২১ ফেব্রুয়ারি, খড়্গপুরে ৩১ জুলাই ও ১ অগাস্ট এবং গুয়াহাটিতে ৪ ও ৫ ডিসেম্বর এই পর্যটন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যেই ছত্তিশগড়, গোয়া, অসম, গুজরাট, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, সিকিম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, তামিলনাড়ু-সহ ভারতের বিভিন্ন রাজ্যের বিনিয়োগকারীদের এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মহিষাদলে কেক কেটে পৃথিবীর জন্মদিন উদযাপন
আসানসোল ও খড়্গপুরে যে পর্যটন প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেখানে দুর্গাপুর, রানীগঞ্জ, বর্ধমান, বরাকার, বার্ণপুর থেকে পর্যটন ব্যবসায়ীরা আসবেন এবং গুয়াহাটির প্রদর্শনীতে থাকবেন পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা।
করোনা আবহে এখন পর্যটন শিল্পের সমস্ত কাজ ভার্চুয়ালি হচ্ছে। এই করোনা সংকটের সময় ইন্ডিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সিবিশনই একমাত্র ব্যতিক্রমী যে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584