পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে আজ ইংল্যান্ডের যুবাদের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় যুব দল

0
52

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দল টীম ইন্ডিয়া। আটবার ফাইনাল খেলে চারবার শিরোপা জিতেছে ভারতীয় যুবারা। আজ আরো একটি ফাইনালে মাঠে নামছে ভারতীয় দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

India vs England U19 World Cup

ফাইনালের দু’দিন আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেছিল ভারতের যুবারা। জ়ুম মিটিংয়ের মাধ্যমে কোহলির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ, যিনি এই মুহূর্তে দলের সঙ্গেই রয়েছেন অ্যান্টিগায়। ২০০৮ সালে ভারতীয় দলকে যুব বিশ্বকাপ জেতানো কোহলির কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে চাঙ্গা পুরো যুব শিবির।

ইংল্যান্ড দলও অন্যতম শক্তিশালী। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ২৪ বছর বিশ্বকাপ পায়নি তারা। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে হারের মুখ থেকে ফিরে এসেছে ইংল্যান্ড। তার মূল কারণ ব্যাটিং বিপর্যয়। অধিনায়ক টম প্রেস্ট রান না পাওয়ায় দ্রুত উইকেট হারায় তারা। প্রেস্টই তাদের ব্যাটিং বিভাগের স্তম্ভ। এখন পর্যন্ত ২৯২ রান করেছেন এই প্রতিযোগিতায়।

আরও পড়ুনঃ আফ্রিকান নেশন কাপের ফাইনালে মিশর

বাঁহাতি পেসার জোশুয়া বোডেন পেয়েছেন ১৩টি উইকেট। ইংলিশ দলে রয়েছেন রেহান আহমেদও। ইংল্যান্ডের এই লেগস্পিনার বিস্মিত করেছেন যুব ক্রিকেটারদের। তার মূল শক্তি গুগলি। রান আটকানোর ক্ষেত্রে ইংল্যান্ডের প্রধান অস্ত্র রেহান। মাত্র ১৩ বছর বয়সে ইংল্যান্ডের নেটে বল করতে গিয়ে বেন স্টোকস, অ্যালিস্টার কুককে আউট করেছিলেন তিনি। আজ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে ট্রফি তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে নামছেন রেহানও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here