৩০ এপ্রিলের পর ফের দেশভাগের সম্ভাবনা! কারণ করোনা

0
577

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

স্বাধীনতার ৭৪ বছর পর ফের দেশভাগ দেখল ভারতবর্ষ। তবে করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে দেশকে ট্রাফিক সিগন্যালের মত লাল, কমলা এবং সবুজ রংয়ে দেশ ভাগ করা হয়েছে।

Zones | newsfront.co
প্রতীকী চিত্র

সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর, প্রাথমিক ভাবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চললেও পরিস্থিতি অনুযায়ী লকডাউন আরও বাড়ানোর কথা চিন্তাভাবনা করতেই পারে সরকার। এই রংয়ের হিসেব মেনেই কোথায় লকডাউন কত শক্ত ভাবে প্রয়োগ করা হবে, নেওয়া হবে সেই সিদ্ধান্ত। সবুজ ও কমলায় লকডাউনে দেওয়া হবে কিছুটা ছাড়। রেড জোনের বাসিন্দাদের কড়া ভাবে ঘরবন্দি করবে সরকার।

করোনা আক্রান্ত কম হলে ব্যবসায়িক ক্ষেত্রে অনুমতি দেবে সরকার।বাধ্যতামূলকভাবে এখানে মানতে হবে সামাজিক দূরত্ব। যে সমস্ত কর্মচারীরা কাজ করবেন তাদেরকে কারখানাতেই থাকার ব্যবস্থা করতে হবে।

করোনার প্রকোপের নিরিখে সারা দেশের বিভিন্ন অংশকে লাল, কমলা এবং সবুজ রঙের তিনটি জোনে ভাগ করা হচ্ছে।

সবুজ:

গ্রিন জোনগুলির মধ্যে এমন জেলাগুলিকে অন্তর্ভুক্ত করা হবে, যেখানে কোনও করোনা আক্রান্ত নেই বা থাকলেও তা ২০-৩০ জনের বেশি নয়। এখানে কৃষিকাজ, গণপরিবহণ, ছোটো ও মাঝারি শিল্প চালু থাকবে। অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলা থাকবে। ৩০ এপ্রিলের পর এই জায়গায় লকডাউন তুলে দেওয়া হতে পারে।

কমলা:

২১-৩০০ জনের মধ্যে যেখানে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার লাভ করেছে, এমন এলাকাগুলিকে অরেঞ্জ জোনে নেওয়া হবে। ওই জায়গাগুলিতে গণপরিবহণ এবং কৃষিকাজ এবং তার সঙ্গে জড়িত কাজের অনুমতি দেওয়া হবে। অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানপাটও খোলা থাকবে। কিন্তু এই এলাকার মানুষের যাতায়াত থেকে গতিবিধি বেঁধে দেওয়া হবে। এই জোনে এলাকাভিত্তিক মানুষের ওপর নজরদারিও চালানো হতে পারে, যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়। ৩০ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি দেখে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ভিত্তিতে তবেই এই জোনে লকডাউন বাড়বে না তুলে দেওয়া হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

লাল:

৩০০ টির বেশি সংক্রমণের হদিশ মিলেছে, এমন জায়গাগুলিকে রেড জোনে অন্তুর্ভুক্ত করা হবে। এই জায়গাগুলিকে সম্পূর্ণ লকডাউনের আওতায় ঠাঁই দেওয়া হবে। সাধারণ মানুষ যাতে গৃহবন্দি থাকেন, তা নিশ্চিত করবে প্রশাসন। ৩০ এপ্রিলের মধ্যে এই জায়গাগুলি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা। সেক্ষেত্রে এই জায়গাগুলিতে লকডাউন বাড়ার সম্ভাবনাই বেশি।

যদিও ৩০ এপ্রিলের মধ্যে কোন এলাকাতেই লকডাউন সম্পূর্ণভাবে তােলার কোনাে চিন্তা-ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here