অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
খুশির খবর। সব জল্পনার অবসান হচ্ছে। ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে যাবে ভারত। যা টিম ইন্ডিয়ার সাপোর্টারদের স্বাভাবিকভাবেই আনন্দ দেবে।
কোভিড -১৯ বিধিনিষেধের কারণে অনেক জল্পনা-কল্পনা চলাকালীন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে গাব্বায় চতুর্থ ও শেষ টেস্টের জন্য ইন্ডিয়ান ক্রিকেট দল ব্রিসবেনে খেলতে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও নিক হকলি এসইএন রেডিওর সাথে কথা বলার সময় প্রকাশ করেছেন যে বিসিসিআই সেক্রেটারির কাছ থেকে তিনি ফোন পেয়েছিলেন, যিনি নিশ্চিত করেছেন যে ভারতীয় দল ব্রিসবেনে যাবেন।
আরও পড়ুনঃ সিডনিতে বর্ন বিদ্বেষ শিকার বুমরাহ ও সিরাজ
হকলি বলেছেন,”বিসিসিআই সেক্রেটারির কাছে গতকাল রাতে আমার ফোন হয়েছিল এবং তিনি নিশ্চিত করেছেন যে আমরা মঙ্গলবার ব্রিসবেনে যেতে পারবো।“
আরও পড়ুনঃ পন্থ ও হনুমার লড়াইয়ে সিডনি টেস্ট বাঁচালো টিম ইন্ডিয়া
এর আগে, ভারতীয় দল ব্রিসবেনে যেতে অনীহা দেখিয়েছিল-যেখানে কোভিড প্রোটোকলগুলি কঠোর। এই খবরটা এখন ভক্তদের জন্য স্বস্তি আনবে কারণ টেস্টটা বন্ধ হওয়ার কথা ছিল। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল বর্তমানে ১-১। শেষ টেস্টটি সিরিজ নির্ধারক টেস্ট হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584