নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা অতিমারীর পরিস্থিতিতে বিশ্বজুড়ে সর্বত্র ধাক্কা খেয়েছে অর্থনীতি। ভারতের ক্ষেত্রে যা বিশেষভাবে উল্লেখযোগ্য, স্বাধীনতার পর এই প্রথমবার আর্থিক মন্দার সম্মুখীন ভারত। কিন্তু অতিমারী আবহ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। অর্থনীতিবিদদের মতে, চলতি বছরে করোনার কারণে ভারতের অর্থনীতি ষষ্ঠ স্থানে নেমে গেলেও আগামী ২০২৫ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হবে ভারতের। আর আরও পাঁচ বছর পর অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত।
আরও পড়ুনঃ আরও চাপে মোদী সরকার, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে পম্পেওকে চিঠি মার্কিন আইন প্রণেতাদের
গত বছরই ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি ছিল ভারতের। কিন্তু এবছর একধাপ পিছিয়েছে ভারত। সেন্টার ফর বিজনেস এন্ড রিসার্চ তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, করোনা অতিমারীর কারণে ভারত একধাপ পিছিয়েছে এবছর। ২০২৪ পর্যন্ত ব্রিটেনই থাকবে পঞ্চম স্থানে। কিন্তু ২০২৫ সালে ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে আসবে ভারত, এ বিষয়ে আশাবাদী অর্থনীতিবিদরা।
আরও পড়ুনঃ বিশ্বে দশ ধনীর তালিকায় নেই মুকেশ
ব্রিটেনের এগিয়ে যাওয়ার আরও একটি বড় কারণ ভারতীয় মুদ্রার মূল্যে পতন। সিইবিআরের পূর্বাভাস, ২০২১ সালে ভারতীয় অর্থনীতি ৯ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০২২ সালে তা বৃদ্ধি পাবে ৭ শতাংশ। রিপোর্টে উল্লেখ, আর্থিক বৃদ্ধির গতি আরো শ্লথ হবে। কারণ আশঙ্কা করা হচ্ছে, ২০৩৫ সাল পর্যন্ত ভারতের জিডিপি সংকোচন হতে পারে ৫.৮ শতাংশে। কিন্তু বৃদ্ধির পূর্বাভাস অনুযায়ী, ভারতের অর্থনীতি ২০৩০ সালে তৃতীয় বৃহত্তম হবে বিশ্বে। ২০২৫ সালে ব্রিটেনের অর্থনীতিকে ছাড়াবে ভারত, ২০২৭ সালে জার্মানির অর্থনীতিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে এবং এরপর ২০৩০ সালে জাপানের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে ভারত।
ব্রিটেনের অর্থনীতিবিদদের মতে, ২০২৮ সালের মধ্যে চিন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ভারতের। আগের পূর্বাভাস অনুযায়ী পাঁচ বছর আগেই আমেরিকাকে পিছনে ফেলে এগিয়ে যাবে চিন। করোনা অতিমারীর জেরেই অর্থনীতিতে এমন পরিবর্তন হতে চলেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584