অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
ফের শুরু অস্ট্রেলিয়ান স্লেজিং। গত সফরের আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক কলকাতায় এসে বলে যান ভারত অস্ট্রেলিয়ার পেসারদের ভয় পেয়ে গোলাপি বলে খেলবে না। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
প্রথমে একদিনের সিরিজ হবে। তারপর হবে টি-টোয়েন্টি সিরিজ। সর্বশেষে টেস্ট সিরিজের লড়াই শুরু হবে। কিন্তু টেস্ট সিরিজের ভাগ্য এমনটা বলে ভারতকে ব্যাকফুটে ফেলে দিলেন ক্লার্ক। পিতৃত্বকালীন ছুটির জন্য শেষ তিনটি টেস্টে বিরাট কোহলি না খেলতে পারলেও লাল বলের সিরিজে ভারতের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারতেন ভারত অধিনায়ক তাই কোহলির না থাকা ফ্যাক্টর।
আরও পড়ুনঃ দর্শকদের জয় উপহার দিতে চান অরিন্দম, প্রণয়
মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানান, “এই একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিগুলিতে বিরাট কোহলি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারে। আমার মতে, দলে বিরাট যে ছন্দ তৈরি করবে, তা প্রথম টেস্টের পরে যখন বিরাট থাকবে না সেটা ফ্যাক্টর হবে।“
তাঁর কথায়,” আমার মতে, ভারত যদি একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে সাফল্য না পায়, তাহলে টেস্টে ওরা বড়সড় বিপদের মুখে পড়বে। ওরা ৪-০ ব্যবধানে উড়ে যাবে। কারণ গত বছর টেস্ট জিতে খারাপ জায়গায় থেকে ও ওয়ান-ডে জেতে আর বাকি গত দুই সিরিজ টেস্ট হেরে ওয়ান-ডে হারে।
আরও পড়ুনঃ গোলাপি বল ভয় করছেন না শাস্ত্রী
বিরাটের পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া মহারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বল হাতে জসপ্রীত বুমরাহ। অজি ব্যাটসম্যানদের চাপে ফেলার জন্য তাঁকে ক্রমাগত আগ্রাসী বোলিং করতে হবে। ক্লার্ক বলেন, “ও দ্রুতগতির বোলার। ওর অ্যাকশন সত্যিই আলাদা। শেষ সিরিজেও সর্বোচ্চ উইকেট নেয়।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584