নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাংলাদেশের পাশে বন্ধু ভারত। করোনা মোকাবিলায় প্রতিবেশী দেশকে করোনা টিকার ২০ লক্ষ ডোজ পাঠাচ্ছে ভারত। কিন্তু সমস্যায় রয়েছে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান। ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকার কারণে তারা ভ্যাকসিন পাবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে তাদের। তবে ভারতে তৈরি টিকা পাওয়ার জন্য আন্তর্জাতিক মহলের সাহায্য নিতে পারে পাকিস্তান এমনটাই জানা গিয়েছে।
সোমবার বাংলাদেশ সরকার জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি বিশেষ বিমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ ঢাকায় পৌঁছবে। ভারতীয় হাইকমিশন সেই টিকার ভাণ্ডার তুলে দেবে বাংলাদেশ সরকারের হাতে ।
বাংলাদেশে এখনও করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ। মৃত্যু হয়েছে ৭,৯০০ জনের মতো মানুষের। গত সপ্তাহে পাকিস্তানের ড্রাগ কন্ট্রোলার কোভিশিল্ড টিকাকে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ, মৃতের সংখ্যা প্রায় ১১ হাজার।
আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন নেওয়ার পরই বিপত্তি, ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, মৃত ২
ইসলামাবাদ কোভ্যাক্স মারফত টিকা পাওয়ার চেষ্টা করছে তা জানা গিয়েছে সূত্র থেকে। কোভ্যাক্স হল গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস এন্ড ইমিউনিসেশন এবং অতিমারী মোকাবিলায় গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি যৌথ উদ্যোগ। এই জোট বিশ্বের ১৯০টি দেশকে তাদের ২০ শতাংশ জনসংখ্যাকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করেছে।
পাকিস্তান প্রথম ডোজের কনসাইনমেন্ট পেতে পারে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে। বাকি জনসংখ্যার জন্য পাকিস্তান চেষ্টা করছে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পাওয়ার। যদিও এখনো পাকিস্তান সরকারের তরফে নয়াদিল্লির কাছে টিকা নিয়ে কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584