প্রথম একাদশে রদবদলের সম্ভবনা ভারতের

0
33

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

সিরিজ এখন ভারতের পকেটে। এমন অবস্থায় ওয়েলিংটনে চতুর্থ টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচের প্রথম একাদশে একাধিক রদবদলের সম্ভবনা রয়েছে।

প্রথম তিন ম্যাচে টিম অপরিবর্তিত রেখেই কোহালি মাঠে নেমেছিলেন। তবে এই ম্যাচ জিতে গেলে শেষ দু-ম্যাচে ভারতের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে।

india will win icc world test championship | newsfront.co
চিত্র সৌজন্যঃ ডিএনএ ইন্ডিয়া

বুধবার ম্যাচ জেতার পরে পুরস্কার বিতরণী মঞ্চে কোহালি জানিয়েছিলেন, তাদের এবার লক্ষ্য বাকি দু-ম্যাচ জিতে সিরিজ ৫-০ জেতা। সেইসাথে, সাইনি, সুন্দরের মতো বেশ কিছু ক্রিকেটার, যারা রিজার্ভ বেঞ্চে বসে আছেন, তাদেরও এবার সুযোগ দেওয়া উচিত, বলে তিনি জানান।

আরও পড়ুনঃ আইপিএল-এর সাথে জড়িয়ে উপার্জনের শর্তাবলী, খেলোয়াড়দের ফিটনেস দায়ী টাকার অঙ্ক বদলে

ব্যাটিং অর্ডারে প্রথম তিনজন থাকছেন যথারীতি। শ্রেয়স আইয়ারও ময়দানে নিজেকে প্রমাণ করেছেন ইতিমধ্যে। অন্যদিকে, মণীশ পাণ্ডে এবং শিবম দুবের জায়গা এখনও প্রথম একাদশে পাকা নয়।

তাঁদের টানা খেলতে দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তাই ব্যাটিং অর্ডারের প্রথম চারজনের যেকোনও কাউকে বিশ্রাম দিয়ে পন্থ বা সঞ্জু স্যামসনের মাঠে নামার সম্ভবনা প্রবল।

নভদীপ সাইনি খেললে সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে মাঠের বাইরে রাখা হতে পারে। এদিকে ওয়েলিংটনে যুজবেন্দ্র চাহালের জায়গায় আবার ওয়াশিংটন সুন্দরকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগঃ পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের টি-২০ টিম, বিরাট কোহালি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদবকে নিয়ে পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।

অপরদিকে নিউজিল্যান্ড টি-২০ টিমে রয়েছে কেন উইলিয়ামসন, মার্টিন গুপ্টিল, রস টেলর, স্কট কুগলেজেন, কলিন মুনরো, টম ব্রুস, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম স্টেইফার্ট, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি এবং ব্লেয়ার টিকনার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here