মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
টার্গেট মাত্র ২৮৭, ১৫ বল বাকি থাকতেই সেই রান তুলে ম্যাচ ও সিরিজ দখল করে নিল টিম ইন্ডিয়া। ৭ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয় ২-১ ব্যবধানে। একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। শুরু করলেন রোহিত শর্মা ১১৯ রানে। আর শেষ করলেন কোহলি(৮৯)। শ্রেয়স আয়ার শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন। যেদিন ভাগ্য সাথে থাকে সেদিন হয়তো সব কিছুই নিজেদের দখলে থাকে। এমন নিদর্শন মিললো এদিনের খেলায়। বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স দেখালো শামি।
অপরদিকে বৃথা গেলো স্মিথের দুরন্ত শতরান। নির্ণায়ক একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ২৮৬ তুলেছিল অস্ট্রেলিয়া। তবে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শিখর ধাওয়ন। এক্সরে করতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তিনি ব্যাট করতে নামলেন না ওপেনিংয়ে। তাই শুরুতে রোহিত শর্মার সঙ্গী হয়েছিলেন লোকেশ রাহুল(১৯)।
INDIA WIN
A clinical performance by #TeamIndia as they win by 7 wickets and clinch the series 2-1.#INDvAUS pic.twitter.com/LnhgbjdDI8
— BCCI (@BCCI) January 19, 2020
সিরিজের প্রথম ম্যাচে মুম্বইয়ে ১০ উইকেটে বিশ্রী হারের সম্মুখীন হতে হয় বিরাট কোহলিদের। পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জয় করে অজি-দর্প কিছুটা চূর্ণ করল বিরাট বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584