ভারতের জয় কিন্তু সিরিজ ড্র

0
76

স্পোর্টস ডেস্কঃ

তৃতীয় টি-২০তে ৬ উইকেটে জয়ের পরও ভারতকে ১-১এ সিরিজ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল।

ছবি সৌজন্যে-https://hindmerijind.com/wp-content/uploads/2018/11/Virat-Kohli-380-1.jpg

টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে।আর্সি শর্ট ৩৩, ফিঞ্চ ২৮, অ্যালেক্স কেরি ২৭ ও মার্ক স্টোয়নিস উল্লেখযোগ্য ২৫ রান করেন।ভারতের হয়ে ক্রুনাল পান্ডিয়া ৪ উইকেট তুলে নেন, নাহলে টার্গেট ২০০ হতে পারতো।জবাবে ব‍্যাট করতে নেমে ভারতের হয়ে ক‍্যাপ্টেন বিরাট কোহলি ৬১(ন.আ.),শিখর ধাওয়ান৪১, রোহিত শর্মা ২৩ ও দীনেশ কার্ত্তিক ২২(ন.আ.) করেন। ভারত ১৯.৪ ওভারে ম‍্যাচে জয়লাভ করে।

উল্লেখ‍্য, প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৪ রানে হারার পর, অস্ট্রেলিয়াকে অল্প রানে বেধে রাখলেও দ্বিতীয় ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তাই আজকে ভারতের জয়ের ফলে ভারত-অস্ট্রেলিয়া যুগ্মভাবে জয়ী হয়।ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ হন ক্রুনাল পান্ডিয়া ও ম‍্যান অফ দ‍্যা সিরিজ নির্বাচিত হন শিখর ধাওয়ান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here