ওয়েবডেস্কঃ-
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। লিটন দাস ও শান্ত’র উইকেট তুলে নিয়ে প্রাথমিক ধাক্কা দেন দুই পেসার জসপ্রীত বুমরাহ ও ভূবনেশ্বর কুমার। তারপর সাকিব ও মুসফিক ইনিংসের কিছুটা ধরলেও ম্যাচের সেরা বোলিং করে একেরপর এক উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত হাসান ও মুর্তজার লড়াইয়ে দেড়শো রানের গন্ডি পেরিয়ে ৪৯ ওভার ১বলে ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ২৯ রান দিয়ে ৪ টি, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ যথাক্রমে তিনটি করে উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ৮৩ রান, শিখর ধাওয়ানের ৪০ ও ধোনির ৩৩ রানের ইনিংসের উপর ভর করে ৩৬ ওভার ২ বলেই প্রয়োজনীয় রান তুলে নিয়ে ভারত ৭ উইকেটে জয়লাভ করে।
(ফিচার ছবি- হিন্দুস্তান টাইমস)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584