স্পোর্টস ডেস্কঃ
শেষ ম্যাচে দাপুটে জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ভারত। আজ ৯উইকেটে জয়ে ভারত ওয়ানডে সিরিজ জিতল ৩-১এ।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতীয় বোলিংয়ের দাপটে ৩১.৫ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪টি, বুমরাহ ২টি, ও খলিল আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথমেই শিখর ধাওয়ানের (৬রানে) উইকেট হারালেও তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রোহিত শর্মা ও ক্যাপ্টেন বিরাট কোহলির সৌজন্যে। মাত্র ১৪.৫ ওভারেই ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রোহিত শর্মা ৬৩ ও বিরাট কোহলি ৩৩ রানে অপরাজিত থেকে যান।
উল্লেখ্য প্রথম ম্যাচে ভারত সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচ ড্র হয়। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যথেষ্ট চাপে পড়ে যায় ভারত। কিন্তু শেষ দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজও জিতে নিল ভারত।
এরপরই আগামী রবিবার ৪ ই নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, তাও কোলকাতার ইডেন গার্ডেনে। সেইমত ইডেনও প্রস্তুত টি-টোয়েন্টি লড়াই দেখার জন্য, কারণ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট সমিহ করার মত দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584