অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এ কি টেস্ট ক্রিকেট! না কোনো ক্লাবের ম্যাচ একদিনে আঠেরো উইকেট তো কলকাতার ক্লাব ক্রিকেটেও হয় না, বিশ্বের সব চেয়ে বড় স্টেডিয়াম মোতেরাতে গোলাপি বলে যেটা হল।
ভারত দশ উইকেটে জয়ী হলেও দুই দিনে একটা টেস্ট ম্যাচ শেষ ভারতের প্রথম গোলাপি টেস্টে বাংলা দেশের বিরুদ্ধে ইডেনে আড়াই দিনে শেষ এটা। হ্যাঁ, দ্বিতীয় দিনেই ফয়সলা হতে চলেছে।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং ম্যাচের শুরুতেই রাহানে আর রোহিত লিচের বলে ফেরার পরে ব্রিটিশ অধিনায়ক জো রুট হাতে বল নেন আর ভারতের মিডল আর লোয়ার অর্ডার উড়িয়ে দেন রুট ভারতের ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি।
জবাবে দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিনদের সামনে ধরাশায়ী ইংল্যান্ড। মাত্র ৮১ রানেই অল আউট হয়ে গেলেন জো রুটরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অক্ষর প্যাটেল নিলেন পাঁচ উইকেট। অন্যদিকে, চার উইকেট পেলেন অশ্বিন।
আরও পড়ুনঃ এই মরসুমে হবে না কলকাতা লিগ, পরের মরসুমের লিগ জুনে শুরু
তবে পাঁচ উইকেট না পেলেও জোফ্রা আর্চারকে আউট করে দ্রুততম দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট পাওয়ার নজির গড়লেন অশ্বিন। এদিকে, প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকার সুবাদে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল মাত্র ৪৯ রান। সেই রান অনায়াসে তুলে নেয় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমন গিল।
আরও পড়ুনঃ সৌরাষ্ট্র ম্যাচ হেরে বিজয় হাজারে থেকে কার্যত ছুটি বাংলার
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের পর থেকেই পিচ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু তারপরও আহমেদাবাদে ইংরেজদের হারাতে সেই স্পিন সহায়ক উইকেটই বেছে নেয় ‘টিম ইন্ডিয়া’। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584