অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২০২০ টা দারুনভাবে শেষ করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৭০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে গেল ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল এখন ১-১। আগামী ৬ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ।
মাত্র ২ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে অজিরা। হাতে ছিল ৪ উইকেট। এই ৪ উইকেট নিয়ে তারা আরো ৬৭ রান যোগ করে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০০ রানে। ভারতের কাছে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৭০ রানের। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে সবথেকে ভাল ব্যাট করেন তরুণ ক্যামেরন গ্রিন। ১৪৬ বলে তার সংগ্রহ ৪৫ রান। ১৩৭ বলে ৪০ করেন ম্যাথিউ ওয়েড।
ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন মহম্মদ সিরাজ। ২১.৩ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। ২টি করে উইকেট পান যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ১টি উইকেট সংগ্রহ করেন উমেশ যাদব।
আরও পড়ুনঃ চোট মুক্ত অনেকটা, চেন্নাইন ম্যাচের আগে জানাল সবুজ-মেরুন ব্রিগেড
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই ৭০ রান তুলে নেয় ভারত। দলীয় স্কোর ১৬ রানে মায়াঙ্ক আগারওয়াল ও ১৯ রানে চেতেশ্বর পূজারা আউট হলে একটু চিন্তার পরিবেশ তৈরি হলেও শুভমান গিল ও অধিনায়ক অজিঙ্কে রাহানে অপরাজিত থেকে দলকে নতুন বছরের আগে দুরন্ত একটি জয় এনে দেন।
প্রথম ইনিংসে ৪৫ করা গিল দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে অপরাজিত থাকেন। ৪০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন রাহানে। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও প্যাট ক্যামিন্স ১টি করে উইকেট পান। দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন সেই রাহানেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584