ওয়েব ডেস্ক, নিউজফ্রন্ট:
বিশ্ব মহামারী করোনায় ত্রস্ত গোটা পৃথিবী। মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজার। ভারতীয় আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। দিন দিন বাড়ছে মৃতের সংখ্যাও।
Among other things, these medicines include influenza vaccines, anti-viral drugs such as lopinavir and ritonavir — which have been used to treat patients with COVID-19https://t.co/TuQisxfi1o
— The Hindu (@the_hindu) April 3, 2020
এমতাবস্থায় মালদ্বীপের উদ্দেশ্যে চিকিৎসা সামগ্রী নিয়ে উড়ে গেল এয়ারক্রাফট IAF C-130J। ভারতের পাঠানো এই চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাস ড্রাগস, কিডনি, সুগার ,আর্থারাইটিস ইত্যাদি রোগের ওষুধ। দিল্লী ,মুম্বাই, চেন্নাই ও মাদুরাই বিমানবন্দর থেকে মোট ৬.২ টন সামগ্রী একসঙ্গে করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় সেই এয়ারক্রাফট।(ফিচার ছবি সৌজন্যে-দ্য হিন্দু)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584