দিকভ্রষ্ট চিনের নাগরিকদের খাবার-ওষুধ দিয়ে মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা

0
46

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পূর্ব লাদাখে চলছে অচলাবস্থা। সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে মস্কোয় ভারত-চিন প্রতিরক্ষাকারীদের বৈঠক শেষ হয়েছে। কিন্তু কোন পথে সমাধান মিলবে সেই উত্তর এখনও অধরা। কিন্তু লড়াইটা যে চিনের সেনা ও তাদের আগ্রাসী নীতির বিরুদ্ধে, সাধারণ মানুষের সঙ্গে নয়, তা ফের বুঝিয়ে দিল ভারতীয় জওয়ানরা। এদিন এক বেনজির দৃশ্যের সাক্ষী হল সিকিম সীমান্ত। যেখানে আটকে পড়া তিন চিনা নাগরিকদের খাবার, গরম কাপড় এবং ওষুধ দিয়ে সাহায্য করলেন ভারতীয় জওয়ানরা।

indian army | newsfront.co
ছবিঃ টুইটার

সেনা আধিকারিকরা জানিয়েছেন, এই তিন চিনা উত্তর সিকিমের চরম ঠান্ডা তাপমাত্রায় দিকভ্রষ্ট হয়ে সীমান্ত এলাকায় চলে আসে। এদের মধ্যে একজন মহিলাও ছিলেন। সিকিম সীমানতে মোতায়েন ভারতীয় সেনারা এদের সঠিক রাস্তার দিক নির্দেশনা করার পাশাপাশি চিন সীমান্তে পৌঁছতেও সাহায্য করে।

আরও পড়ুনঃ বিহারে বিধানসভা নির্বাচন হবে ২৯ নভেম্বরের আগেই, জানাল কমিশন

আরও পড়ুনঃ ১২ সেপ্টেম্বর থেকে চলবে আরও ৮০টি যাত্রীবাহী ট্রেন, শুরু হচ্ছে রিজার্ভেশনও

উত্তর সিকিমের মালভূমি অঞ্চলে পথ হারিয়ে ফেলেছিলেন তিন চিনা নাগরিক। ৩ সেপ্টেম্বর রাস্তা হারিয়ে তারা ভারতের দিকে চলে আসেন। তারা যে কোনও চর নয় নিছকই পথ হারানো সাধারণ মানুষ, সেটি জিজ্ঞাসাবাদের পর বুঝতে পারেন ভারতীয় সেনার জওয়ানরা। রাস্তা হারানো এই চিনা পর্যটকদের কাছে না ছিল খাদ্যের জোগান, না ছিল পর্যাপ্ত গরম জামাকাপড়। সেই সবতাঁদের দেন ভারতীয় সেনারা।

ভূপৃষ্ঠ থেকে ১৭৫০০ ফিট ওপর অনেকেরই অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছিল। তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। কিছুটা সুস্থ বোধ করলে এই তিন পর্যটকদের বুঝিয়ে দেওয়া হয় কোন পথে ফিরতে হবে। সেই অনুযায়ী নিজেদের গন্তব্যের দিকে রওয়ানা হয়ে যান তাঁরা।

সেনার তরফে এও জানান হয়, “চিনা নাগরিকরা এই সহায়তার জন্য ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here