মেচপাড়াতে ফিরল বীর সেনার নিথর দেহ

0
141

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সহযোদ্ধাদের ঘাড়ে চেপে ঘরে ফেরা।নিজস্ব চিত্র

বায়ুসেনার হেলিকপ্টারে কফিন বন্দি হয়ে মেচপাড়াতে ফিরল শহীদ জওয়ান নায়েক রাজীব থাপার নিথর দেহ। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ মেচপাড়া ফুটবল ময়দানে হেলিকপ্টার নামে এবং ভারতীয় সেনার পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপনের পরে মেচপাড়াতে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ-সহ স্থানীয় বাসিন্দারা।হ্যামিল্টনগঞ্জের বাসরা নদীতে শেষকৃত্য সম্পন্ন হবে।

সম্মান জ্ঞাপন।নিজস্ব চিত্র

উল্লেখ্য, ২৩ আগষ্ট গত শুক্রবার কাকভোরে পাকিস্তানের গুলিতে শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৫/৩ গোর্খা রেজিমেন্টের জওয়ান নায়েক রাজীব থাপা(৩৪)।

লেফটেন্যান্ট কর্নেল সঞ্জয়, রাজীবের সহযোদ্ধা।নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

জম্মুর রাজৌরি জেলার নৌশের সেক্টরের লাইন অফ কন্ট্রোলে পাক সেনারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করলে রুখে দাঁড়ান নায়েক রাজীব থাপাসহ অন্যান্য জওয়ানরা।

রবীন্দ্রনাথ ঘোষ,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।নিজস্ব চিত্র
বীর বরণে পথের দুধারে স্থানীয়রা।নিজস্ব চিত্র

ঠিক ভোর সাড়ে চারটে নাগাদ গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজীব নায়েকের।তিনি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, মাত্র দেড় মাস আগেই ছুটি কাটিয়ে নিজের কর্মস্থলে ফিরেছিলেন রাজীব।এই ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here