ক্যাব বিরোধী আন্দোলন রুখতে অসম-ত্রিপুরায় নামাতে হল সেনা

0
79

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে। ত্রিপুরায় একদিকে যেমন অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীবিপ্লব দেবকে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ রাখতে হয়েছে, সেরকমই অসমের পরিস্থিতিও ভয়ঙ্কর হয়ে উঠেছে।

Three Army columns requisitioned by civil Administration so far in Tripura and Assam | newsfront.co
পথে নামাতে হয়েছে সেনা। চিত্র সৌজন্যঃ এএনআই, টুইটার

দুই রাজ্যেই প্রতিবাদে ডাকা বন্‌ধে উত্তাল পরিস্থিতির শিকার অ-জনজাতি মানুষ। পরিস্থিতি সামলাতে সেনা নামানো হয়েছে অসম ও ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায়। ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায় দুই কলাম সেনা নামানো হয়েছে। আর দুই কলাম সেনা নামানো হয়েছে অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়ে।

সেনাবাহিনীর এক মুখপাত্র একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ডিব্রুগড়ের লাহোওয়ালে সেনা নামানো হয়েছে। তারা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহায়তা করবে। শান্তি বজায় রাখতে বাহিনী এলাকায় ফ্ল্যাগ মার্চ করবে।’’

আরও পড়ুনঃ ক্যাবের প্রতিবাদে অগ্নিগর্ভ ত্রিপুরা, বন্ধ মোবাইল পরিষেবা-সহ ইন্টারনেট

অন্যদিকে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে উন্মত্ত বন্‌ধ সমর্থকদের স্তিমিত করতে পুলিশকে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুঁড়তে হয় বলে জানান এসডিএম অভেদানন্দ বৈদ্য। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত অ-জনজাতি বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নেন। পাশাপাশি দশদা স্কুলে আশ্রয় নিয়েছেন ৭০টি পরিবার। তাঁদেরকে বাংলাদেশে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন বন্‌ধ সমর্থকরা।

আরও পড়ুনঃ ভারত ‘হিন্দু পাকিস্তান’-র পথে, দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের

বিলের প্রতিবাদে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিকেল কলেজ ও অসম ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ বেশির ভাগ কলেজের ছাত্রছাত্রীরা।

রাজধানী দিসপুরে যাওয়ার পথে মূল সড়ক গুয়াহাটি-শিলং রোড অবরোধ করেছেন তাঁরা। অবরোধ ওঠাতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। ডিব্রুগড়ের চাউলধোওয়ায় পুলিশের লাঠিতে গুরুতর জখম হয়েছেন জনাকয়েক ছাত্র। বিক্ষোভের জেরে ডিব্রুগড় ও গুয়াহাটির বিশ্ববিদ্যালয়গুলিতে যাবতীয় পরীক্ষা অর্নির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে।

উত্তর ত্রিপুরার ধলাই জেলার মনুঘাট এবং ৮২ মাইল বাজারে একের পর এক দোকানে আগুন লাগায় বন্‌ধ সমর্থকরা। এমনকি ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। আক্রমণে জখম হয়ে হাসপাতালে ভর্তি কৃপাসিন্ধু চক্রবর্তী নামে এক ব্যবসায়ী।

অন্যদিকে আগরতলা শহরের উত্তর গেট এলাকায় বন্‌ধ সমর্থকরা অবরোধে নামলে পুলিশ শতাধিক অবরোধকারীকে গ্রেফতার করেছে। দক্ষিণ ত্রিপুরার সিপাহিজলায় বন্‌ধ সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখায় দু’বছর বয়সী একটি অসুস্থ শিশুর মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here