অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়া সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে গতবার অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ উইকেট নেন ভারতের জসপ্রীত বুমরাহ। তিনি জানাচ্ছেন সেরা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। অস্ট্রেলিয়ার মাটিতে তার দল এবারও শাসন করবে বলে জানান তিনি।
দুই বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্টে তার ছিল ২১ উইকেট। নাথান লিওর সঙ্গে সঙ্গে তিনি ছিলেন যুগ্মভাবে শীর্ষে। এবার গোলাপি বলে দিনরাতের টেস্ট হবে অ্যাডিলেডে।
আরও পড়ুনঃ করোনা আবহে আইপিএল, বোর্ডের লাভ 8 হাজার কোটি!
গোলাপি বলে ভারত যে একমাত্র টেস্ট খেলে তাতে চোটের জন্য খেলতে পারেননি বুমরাহ, “গোলাপি বলের ম্যাচ দিয়ে টেস্ট সিরিজ শুরু হবে। আমি গোলাপি বলে খেলিনি তবে নেটে আয়ত্ত করার চেষ্টা করছি দলও নিজেদের তৈরি রাখছে চাপ নিচ্ছি না। আর করোনার জন্য বোলারদের যে নতুন নিয়মের মধ্যে দিয়ে বোলিং করতে হচ্ছে, সেই অবস্থাটার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। কাজেই আমাদের বোলিং ব্রিগেড কোনও জায়গায় প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেবে না।“
আরও পড়ুনঃ সেঞ্চুরিয়নে বিশ্বকাপে সচিনের ইনিংসকেই সেরা বেছে নিলেন ইনজি
যোগ করেছেন, “সাদা বলের ক্ষেত্রে থুতু লাগানো বা না লাগানো তেমন কোনও প্রভাব ফেলে না। পাঁচ দিনের ক্রিকেটে সেই ব্যাপারটা কত তাড়াতাড়ি রপ্ত করে ফেলতে পারবো আমরা অস্ট্রেলিয়ার মাটিতে শুধু অস্ট্রেলিয়ান বোলাররা সুবিধা পাবে না আমরাও পাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584