মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় ম্যাচেও হার ভারতের। ফলেই ম্যাচ জিতে সিরিজ দখল করলো ব্ল্যাক ক্যাপ্সরা। টানা ৫টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগে টিম ইন্ডিয়া যে এভাবে পর্যদস্তু হবে তা হয়তো অতি বড়ো ক্রিকেট ভক্তও মেনে নিতে পারবেনা। আগের ম্যাচে বাজে বোলিং এর কারণে হারের জ্বালা না মিটতেই ফের এই ম্যাচের ভারতের ব্যাটিং বিপর্যয় ভারতকে বহু প্রশ্নের সম্মুখে ফেলবে।
এদিন প্রথমে ব্যাট হাতে কিউইরা ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে। রস টেলর-মার্টিন গাপ্টিলদের তিনশোর নীচে আটকে রাখার পিছনে ভারতীয় বোলারদের কৃতিত্ব রয়েছে এদিন। পর পর যখন উইকেট যাচ্ছে তখন মাথা ঠান্ডা রাখেন রস টেলর। প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিলেন তিনি।
শনিবারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অভিজ্ঞ টেলর মোক্ষম সময়ে ইনিংসের হাল ধরেন। শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত থেকে যান তিনি।যোগ্য সঙ্গত জেমিসনের (অপরাজিত ২৪)। টেলর টিকে যাওয়াতেই নিউজিল্যান্ড করল ২৭৩ রান।
এদিন শার্দুল ৬০ রানে দুটি ও চাহাল ৫৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। কিন্তু দশ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে এক উইকেট নিয়ে কিউয়িদের বেধে রাখেন জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার পৃথ্বী শকে বোল্ড করেন জ্যামিসন। ১৯ বলে ২৪ রান করেন পথ্বী। ২৪ রানের মধ্যে ছ’টিই বাউন্ডারি মারেন তিনি। অর্ধশতরানের পরের বলেই আউট হলেন শ্রেয়স আইয়ার। এদিন তাঁর সামনে হিরো হওয়ার সুযোগ ছিল। কিন্তু তা নষ্ট করলেন শ্রেয়স।
৫৭ বলে ৫২ রান করেন তিনি। পর পর উইকেট হারিয়ে এক সময়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই জায়গা থেকে ভারতকে লড়াইয়ে রাখেন রবীন্দ্র জাদেজা ও নবদীপ সাইনি। সাইনি ৪৯ বলে ৪৫ রান করে আউট হন। তবুও শেষ রক্ষা হলোনা। জাদেজার আউট হতেই ম্যাচ শেষ হয় এদিন।
ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। ফলে অকল্যান্ডে সিরিজ বাঁচানোই ছিলো তাদের লক্ষ্য। টি টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। ওয়ানডে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। আর তার ফলে টি টোয়েন্টি সিরিজে হারের মধুর প্রতিশোধ নিল কিউয়িরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584