স্পিন পিচে তিন স্পিনার নিয়ে নামতে পারে টিম বিরাট

0
64

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

cricket team | newsfront.co

শেষবার দেড় বছর আগে ইডেনে গোলাপি বল টেস্ট সেটাই শেষ ভারতের মাঠে শেষ সিরিজ খেলে বিরাটরা। এরপর করোনা ভাইরাস সবকিছু কেড়ে নেয়। এরপর সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ঘরে ফিরে আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। যদিও অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন অধিনায়ক অজিঙ্কা রাহানেকে চেন্নাইয়ে দলের ব্যাটন তুলে দিতে হচ্ছে বিরাট কোহলির হাতে।

virat kholi | newsfront.co

তবে তার জন্য বিন্দুমাত্র হতাশ নন বরং দলের মনোবল বৃদ্ধি পেল বলে দাবি সহঅধিনায়ক রাহানের। তিনি মনে করছেন, প্রথম টেস্টের পিচও সাহায্য করবে স্পিনারদেরই। ইংল্যান্ড দলে জফ্রা আর্চার, বেন স্টোকসের মতো তারকা রয়েছেন। প্রথম ইনিংসেই বড় রান তুলে চাপে ফেলে দাও প্রতিপক্ষকে। সেই লক্ষ্যে দু’জন বড় ভূমিকা নিতে পারেন ইংরেজদের।

indian team | newsfront.co

জো রুট ও তরুণ অলি পোপ। পোপকে বুধবারই সুস্থ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ডের চিকিৎসক দল। ইংল্যান্ড শিবির ধরেই নিয়েছে, পিচে হাল্কা ঘাস থাকুক বা না থাকুক, তৃতীয় দিন থেকেই বল ঘুরবে। সেখানে প্রথম ইনিংসে বড় রান চাপিয়ে দিলে ম্যাচের রাশ সব সময় নিজেদের হাতে রাখা যাবে।

player | newsfront.co

তবে প্রতিপক্ষের দল নিয়ে না ভেবে নিজেদের সেরাটা এখন উজার করে দিতে মরিয়া ভারতীয় শিবির। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার মাটিতে দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দেশের মাটিতে তিন স্পিনার ফর্মুলাতেই ফিরছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিনের জায়গা পাকা। চায়নাম্যান কুলদীপ যাদবও প্রথম একাদশে কার্যত পাকা। তৃতীয় স্পিনার হিসেবে লড়াই অক্ষর প্যাটেলের সঙ্গে ওয়াশিংটন সুন্দরের।

আরও পড়ুনঃ করোনা সময়েও সবচেয়ে ধনী ভারতীয় সেলিব্রেটি বিরাট

ব্যাটিং গভীরতার কথা মাথায় রাখলে ওয়াশিংটন সুন্দর জায়গা করে নিতে পারেন চেন্নাই টেস্টের প্রথম একাদশে। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল। এরপর পূজারা, কোহলি, রাহানে, পন্থ। সাতে হার্দিক পাণ্ডিয়ার কথা ভাবা হচ্ছে। ভারত তিন স্পিনার, দুই পেসারে নামলে বুমরা থাকছেন।

আরও পড়ুনঃ নিজের শততম টেস্টে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক রুট

আর দ্বিতীয় পেসার হিসেবে ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজের মধ্যে কোনও একজন সুযোগ পাবেন। যদি ইশান্ত পুরোপুরি ফিট থাকেন তাহলে অভিজ্ঞতার নিরিখে তিনিই এগিয়ে থাকবেন । এদিন রাহানে বলছেন, স্টোকস, আর্চার এরা আমার আইপিএল দলে খেললেও ব্যাপার না কোনো কারণ দেশ ও ক্লাব ব্যাপারটা পুরো আলাদা। আমাদের সেরা দলটাই খেলবে লড়াই হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here