ব্রিটিশ শাসনে চেন্নাই টেস্ট জেতা অনিশ্চিত ভারতের

0
80

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

test series | newsfront.co

চেন্নাই টেস্ট ভারতের জেতা কার্যত অনিশ্চিত। ড্র করতে পারলেই সম্মান বাঁচবে দ্বিতীয় দিনের শেষে রানের মগডালে ব্রিটিশরা। ইংল্যান্ডের স্কোর আট উইকেটে ৫৫৫ রান! চিপকের স্পিন নির্ভর পিচে ইংল্যান্ড দলের এমন পারফরমেন্স দেখে অবাক সকলে। বিশেষ করে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট নিজের শততম টেস্ট চিরস্মরণীয় করে রাখলেন তিনি।

indian team | newsfront.co

চেন্নাই টেস্টের শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে অসহায় মনে হয়েছে ভারতীয় বোলারদের। ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনরা কিছুই করতে পারেনি। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৬৩/৩। রুট অপরাজিত ছিলেন ১২৮ রানে। এদিন সকালে স্টোকসকে সঙ্গে নিয়ে ফের জুটি বাঁধেন তিনি। স্টোকস-রুটের সেই জুটিই কাল হল ভারতের।

আরও পড়ুনঃ করোনার ভয়ে টোকিওতে যৌনতা ও পার্টি নিষিদ্ধ

১২৪ রানের সেই জুটি ইংল্যান্ডকে পৌঁছে দেয় ৩৯০ রানের দোরগোড়ায়। এরপর স্টোকস ৮২ রানে আউট হলেও রুট ভারতীয় বোলারদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করতে থাকেন। শেষপর্যন্ত ২১৮ রানে শেষ হয় তাঁর অনবদ্য ইনিংস। এরপর বাটলার ৩০, বেস’রা ২৮ রান করেন। দিনের শেষ ইংল্যান্ড ৫৫৫ রানের বিশাল স্কোরে দাঁড়িয়ে। আগামীকাল ভারতীয় ব্যাটসম্যানরা কিভাবে ইংল্যান্ডের বোলিং মোকাবিলা করে এখন সেটাই দেখার!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here