অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় গিয়েই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল টিম ইন্ডিয়া। মাত্র ৩০ কিলোমিটারের জন্য। সিডনিতে যে হোটেলে ভারতীয় টিম উঠেছে, তার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে শনিবার প্লেন ভেঙে পড়ল।
সিডনির পুলমান হোটেলে উঠেছে ভারতীয় ক্রিকেট টিম। বিরাট কোহলি-সহ পুরো টিম আপাতত নিভৃত বাসে আছে। করোনা পরীক্ষায় পুরো টিম নেগেটিভ হওয়ার পর ক্রিকেটাররা এদিন থেকে ট্রেনিংয়ে নেমে পড়েছেন। কিন্তু হোটেল ছেড়ে অন্য কোথাও বেরনোর কোনও অনুমতি নেই। আর সে সবের মধ্যেই এহেন দুর্ঘটনা।
আরও পড়ুনঃ বিরাট আমাদের কাছে আর পাঁচজন প্লেয়ারের মতই, বলছেন পেইন
স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সিডনির ভারতীয় ছাউনি থেকে তিরিশ কিলোমিটার দূরে ক্রোমার ক্রিকেট ক্লাবের মাঠে একটা হালকা প্লেন ভেঙে পড়ে। খুব অল্পের জন্য রক্ষা পান সেই মাঠেরই স্পোর্টিং শেডের তলায় দাঁড়ানো জনা ১২ মানুষ। ক্রোমার ক্রিকেট ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ রোলিন্স ঘটনার বিবরণ দিয়ে আতঙ্কিত ভাবে বলেন, “আমি দেখলাম, প্লেনটা আকাশ থেকে নেমে আসছে। দেখামাত্র স্পোর্টিং শেডের তলায় দাঁড়ানো লোকজনদের বললাম, দৌড়াও। সবাই দৌড়াও। শোনামাত্র সবাই ছুটতে শুরু করে দিল।”
আর শুধু লোকজনকে সতর্ক করা নয়, প্লেন ভেঙে পড়ার পর উদ্ধারকার্যেও হাত লাগান রোলিন্স। তিনি বলেন, “প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল প্লেনটা থেকে। মনে হচ্ছিল, যে কোনও সময় বিস্ফোরণ ঘটবে।“ ঘটনায় আতঙ্কিত টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্য। টিম ম্যানেজমেন্ট থেকে এই ঘটনার বাখ্যা চেয়ে বাড়তি নিরাপত্তা চাওয়া হয় কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয় যে পুরো ব্যাপারটা নিছকই দুর্ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584