অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান-ডে ও টি-২০ সিরিজে নতুন জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহালিদের। ১৯৯২ সালের বিশ্বকাপে যে জার্সি পরে খেলেছিলেন সচিন তেন্ডুলকর-মহম্মদ আজহারউদ্দিনরা, অনেকটা সেই রকম জার্সি পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে ও টি-২০ সিরিজে খেলবে ভারতীয় দল। আকাশি নীল রংয়ের পরিবর্তে নতুন জার্সিতে থাকছে নীলের অন্য শেড। কাঁধের কাছে সবুজ, লাল ও সাদা রংয়ের তিনটি দাগও থাকছে।
আগে ভারতীয় দলের কিট স্পনসর ছিল নাইকি। এখন নাইকির বদলে এমপিএল নতুন কিট স্পনসর হয়েছে। নতুন কিট স্পনসর হয়ে ১৯৯২ সালের বিশ্বকাপের জার্সি ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুনঃ ট্রফি না পেলেও হতাশ নন পন্থ
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে নতুন জার্সির ছবি এখনও প্রকাশ করা হয়নি তবে সামাজিক মাধ্যমে এই নিয়ে আলোড়ন শুরু হয়েছে কোহলিদের গায়ে নতুন জার্সির ছবি দেখে। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়াও নতুন জার্সি পরে খেলবে। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে রেট্রো জার্সি পরে খেলবে অস্ট্রেলিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584