মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
বিরাট কোহলিকে বিশ্রামে রেখেই বাংলাদেশের বিরুদ্ধে রবিবার টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত। ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন রোহিত। তিনি বলেন , ‘‘অধিনায়ক হিসেবে আমার কাজটা খুবই সহজ। বিরাট দলকে যেখানে পৌঁছে দিয়েছে, সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে আমায়। এই সীমিত সময়ে আমার কাজ হবে, বিরাটের আগে দলের সঙ্গে যা করেছে সেটাই বজায় রাখা। আমি কেবল সেটাই করতে চেষ্টা করব।” এর আগেও ভারতের হয়ে গত এশিয়া কাপে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত।
বিপক্ষের বাংলাদেশকে যে মোটেই খাটো চোখে তিনি দেখছেননা একথাও তিনি জানান সাংবাদিকদের।
Delhi: Indian Cricket team practices ahead of 1st India vs Bangladesh T20i, tomorrow. pic.twitter.com/UXtmlUSAVT
— ANI (@ANI) November 2, 2019
তবে দিল্লির বায়ুদূষণ প্রসঙ্গে রোহিতের সাফ জবাব তাতে কোনো অসুবিধাই হবেনা ভারতীয় দলের। দ্বিতীয় টি২০ ম্যাচ খেলার কথা ৭ নভেম্বর রাজকোটে। তৃতীয় ম্যাচটি হবে নাগপুরে, ১০ নভেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584