নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
আজ গোটা দিনজুড়ে পালিত হল বিশ্ব পিতৃদিবস। অর্থাৎ, যাকে বলে কিনা ‘হ্যাপি ফার্দাস ডে’। ২০২০ সালের আজকের দিনটা শুধুই যেন বাবাদের জন্য তোলা ছিল।
সারাদিন সোশ্যাল মিডিয়া জুড়ে বাবাদের ছবি যেন একেবারে উপচে পড়ছে। আর পাঁচটা আম জনতার মতোই বিশ্ব পিতৃদিবস উদযাপনে এগিয়ে এল দেশের ক্রীড়া জগৎ। ক্রিকেটার-সহ নানা ক্ষেত্রের প্রতিষ্ঠিত ক্রীড়াবিদরা বাবার সঙ্গে তাঁদের বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করেছেন।
I shall always remember your invaluable advice to "Strive to be a good person first".
Thank you for everything. #HappyFathersDay! pic.twitter.com/QE9LPgkapV
— Sachin Tendulkar (@sachin_rt) June 21, 2020
শচীন তেন্ডুলকর থেকে শুরু করে হরভজন সিং, হার্দিক পাণ্ড্য সহ অন্যান্য ক্রীড়াবিদরা নস্ট্যালজিক হয়ে সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে’র ছবি পোস্ট করেন। এদিন শচীন নিজের টুইটার হ্যান্ডেলে বাবাকে উদ্দেশ্য করে লিখেছেন, “সঙ্কট কাটাতে তোমার দেওয়া পরামর্শ সবসময় মনে রাখব।
আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রিমিয়র লিগ
My first Hero, my first Inspiration – My Dad #FathersDay pic.twitter.com/1Oof6VzsR3
— Ravi Shastri (@RaviShastriOfc) June 21, 2020
Happy father’s day everyone 🙏🙏 TU Mera Pita tu hai mera Maata 🙏🙏 pic.twitter.com/yPJy20grdQ
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 21, 2020
তুমি বলেছিলে আগে ভালো মানুষ হতে।” রবি শাস্ত্রী টুইটে লেখেন, “আমার প্রথম হিরো, আমার অনুপ্রেরণা।” হার্দিক পাণ্ড্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, “সময় এগিয়ে যায়। কিন্তু বাবার ভালোবাসা ও সমর্থন এক থাকে।
থ্যাঙ্ক ইউ পাপা, আমাদের জন্য আত্মত্যাগ করেছো। আমি সবসময় কৃতজ্ঞ।” ফাদার্স ডে উপলক্ষে চেন্নাই সুপার কিংস আবার তাদের ক্রিকেটার,যারা দায়িত্ববান বাবা, সেই এমএস ধোনি, ফাফ দু’প্লেসি আর ডোয়েন ব্রাভোর ছবি পোস্ট করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584