কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ম্যানচেস্টার টেস্ট ক্ষতি পুষিয়ে দিতে উদ্যোগী বিসিসিআই। সম্প্রতি ইংল্যান্ড সফরের সিরিজের পঞ্চম টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলার কথা ছিল কিন্তু উদ্ভূত পরিস্থিতির জন্য বাতিল হয়ে যায়। অনেকে ভারতীয় বোর্ড ও আইপিএলকে দায়ী করে এই ম্যাচ বাতিলের জন্য যদিও এর পেছনে পরিস্থিতিকে দায়ী করা হয়েছে।
তবুও ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ম্যানচেস্টার টেস্টে ক্ষতির অংক পুষিয়ে দিতে এগিয়ে আসেন এবং আগামী বছর ইংল্যান্ড সফরে ভারতের একদিন ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তার সঙ্গে অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দেন। যাতে ম্যানচেষ্টার টেস্টে ক্ষতির পরিমাণ অনেকটা পুষিয়ে যায়।
আরও পড়ুনঃ ম্যানচেস্টারের হয়ে দ্বিতীয় ইনিংসের প্রথম ম্যাচেই জোড়া গোল রোনাল্ডোর
উল্লেখ্য ম্যানচেস্টার টেস্ট বাতিলের জন্য ভারতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্ষতির পরিমাণ ২.৫ কোটি পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫২ কোটি টাকার মতো। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। সেই সময় অতিরিক্ত দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়ে ক্ষতির পরিমাণটা পুষিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। যদিও সমস্ত বিষয়টি নির্ভর করছে ম্যাচ সম্প্রচারকারীর উপর। সূত্র মারফত জানা গেছে পঞ্চম টেস্ট অবশ্যই খেলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584