নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশে করোনা সংক্রমণ এখন কিছুটা কমের দিকে, চলছে আনলক পর্ব। পুরোনো ছন্দে ফেরার চেষ্টা। চাকরির বাজারও কিছুটা ভালো হচ্ছে ধীরে ধীরে, কিন্তু জটিলতা কমছে না। পরিযায়ী শ্রমিকদের মধ্যে শহরমুখী হওয়ার প্রবণতা কমছে। যাঁরা অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরেছেন তাঁরা নিজেদের জেলা এবং গ্রামাঞ্চলেই কাজ করতে আগ্রহী হচ্ছে।
অন্যদিকে, এখনও বাজারের ‘চাহিদা’ সেভাবে না ফেরায় মূল্যস্ফীতি এখনও অব্যাহত। সাম্প্রতিক কালে ভারত এমন সমস্যার মুখোমুখি হয়নি। করোনা অতিমারির মধ্যে দেশে কর্মক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা গিয়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক্স এর (সিএমআইই) তরফে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে যাঁরা কাজ ছেড়ে চলে যাননি চাকরি তাঁরাই পেয়েছেন।
বিশেষজ্ঞদের ধারণা ছিল সেপ্টেম্বরে হয়ত অনেক বেশি লোক চাকরির সন্ধান করবেন কিন্তু সিএমআইই-এর অনুমান এবছর ঠিক উল্টোটি হয়েছে।
আরও পড়ুনঃ দেশবাসীর উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
এই অস্বাভাবিক প্রবণতাটি গ্রাম-শহরের তথ্যের একত্রিত করে ব্যাখ্যা করা হয়েছে। ভারতে শহরাঞ্চলে কর্মসংস্থান যখন কমতির দিকে তখন গ্রামীণ ভারতে কর্মসংস্থান ও কাজের সন্ধানের প্রবণতা কিন্তু বাড়ছে। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন চাকরির বাজারে ‘মান’ অনেকটাই নিম্নমুখী।
আরও পড়ুনঃ দেশের পক্ষে ভয়ঙ্কর! কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার
অর্থাৎ, শহরাঞ্চলে উন্নতমানের এবং বেশি বেতনের চাকরির সংখ্যা ক্রমশ কমছে। অন্যদিকে কম বেতনে গ্রামাঞ্চলে বৃদ্ধি পেয়েছে চাকরির বাজার। শহরগুলিতে সেই চাহিদা কবে ফিরবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
আরবিআইয়ের তরফে সর্বশেষ কনজিউমার কনফিডেন্স সার্ভে করা হয় সেখানে একটি অপ্রত্যাশিত ঘটনা স্পষ্ট। দেশের শীর্ষ ব্যাঙ্কের ‘বর্তমান পরিস্থিতি সূচক’ সেপ্টেম্বরে সর্বকালের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যদিও আগামী দিনের পরিস্থিতির সমীক্ষা থেকে আন্দাজ করা যাচ্ছে যে আগামী বছরের গ্রাহকের অবস্থার উন্নতি ঘটবে। তবে দেশে ঘরে ঘরে ক্রমশ খারাপ হবে পরিস্থিতি এই বিষয়টি স্পষ্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584