নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার প্রভাব কাটিয়ে ভারতের অর্থনীতি দ্রুত চাঙ্গা হয়ে উঠছে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের পর ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিনের বক্তব্যে বলেন করোনা অতিমারির সময় বিশ্বের তাবড় দেশগুলি যখন নিজেদের অর্থনীতি বাঁচানোর জন্য লড়ছে, সেই সময় ভারত অর্থনৈতিক সংস্কারে মনোনিবেশ করেছিল। করোনায় ভারত সহ গোটা বিশ্বের অর্থনীতিতে আঘাত এসেছে, কিন্তু, ভারত সেই অর্থনৈতিক অবনমনের প্রভাব দ্রুত কাটিয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী এও বলেন যে, যখন গোটা বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছিল, তখন ভারত প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পের উদ্বোধন করে ফেলে। এই প্রকল্পকে এখন বস্ত্র শিল্পেও প্রসারিত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বস্ত্র শিল্পের সাথে যুক্ত সুরাতের মতো সব শহরগুলি উপকৃত হবে।
আরও পড়ুনঃ ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, উত্তরসূরি বাছতে বিজেপির বৈঠক রবিবার
উল্লেখ্য, মঙ্গলবার ভারতের অর্থনীতির বৃদ্ধি সংক্রান্ত নথি প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অথরিটি, সেই নথি অনুযায়ী চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধির পরিমাণ ২০.১ শতাংশ। করোনা লকডাউনের ফলে গত অর্থবর্ষের এই সময়ে বৃদ্ধির হার ছিল মাইনাস ২৪.৪ (-২৪.৪) শতাংশ, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি একটি উল্লেখযোগ্য পুনরুদ্ধার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584