ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি ভারতীয় দূতাবাসের

0
92

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই আবহে এক বিজ্ঞপ্তি জারি করে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার পরামর্শ দিল কিয়েভের ভারতীয় দূতাবাস। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন বিদেশমন্ত্রক।

Ukraine
ছবিঃ টাইমস অফ ইন্ডিয়া

বিজ্ঞতিতে বলা হয়েছে যে, খুব জরুরী প্রয়োজন না থাকলে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিক, ভারতীয় পড়ুয়ারা দ্রুত সেদেশ ছেড়ে দেশে ফিরুক। পড়ুয়াদের যোগাযোগ করতে বলা হয়েছে তাদের কন্ট্রাক্টরদের সঙ্গে। পাশাপাশি জরুরী খবরের জন্য ভারতীয় দূতাবাসের ফেসবুক, টুইটার এবং ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে এর আগেও নির্দেশিকা জারি করা হয়েছিল দূতাবাসের তরফে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রোর দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে তাদের আপত্তি নেই এমনটা রাশিয়া জানিয়েছে বলেই বলা হয়েছে ফ্রান্সের তরফে। দু’দেশের বিদেশমন্ত্রী খুব শীঘ্রই বৈঠক করবেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও পুতিনের সঙ্গে সাক্ষাত করতে পারেন বলে খবর। সবমিলিয়ে ইউক্রেন পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনঃ করোনা টিকা বাধ্যতামূলক করা যাবে না, বিক্ষোভ থামাতে মরিয়া কানাডা পুলিশ, গ্রেপ্তার ১৭০ জন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here