জন্মদিনে উপহার এশিয়ার সেরা ফুটবলার সুনীল

0
65

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

৩৬-এ পা দিলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। জন্মদিনে তিনি পেলেন সম্মান। গতবারের এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদাকে হারিয়ে এই খেতাব পেলেন তিনি।

Sunil Chhetri | newsfront.co
সুনীল ছেত্রী। ফাইল চিত্র

২০১৯ এএফসি কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কে ছিলেন তাই নিয়ে ফুটবল প্রেমীদের কাছে একটা ভোট চাওয়া হয়েছিল। গোটা বছরের ধারাবাহিকতাতে তিনিই সেরা হলেন। ভোট হয় এএফসির নিজস্ব ইনস্টাগ্রামে। সেই ভোট পর্ব শেষ হওয়ার পর গণনা হয়। দেখা যায় মোট ৫৬১,৮৫৬ ভোট পড়েছে।

আরও পড়ুনঃ কোয়েসের ফুটবলারদেরই নিচ্ছে ইস্টবেঙ্গল

এএফসি তাই টুইটারে সুনীলকে অভিনন্দন জানিয়ে বলেছে, “এএফসি এশিয়ান কাপ ২০১৯–এর প্রিয় ফুটবলার বাছাইয়ের উপর একটা ভোট নেওয়া হয়েছিল। সেই সেরা ফুটবলার পুরস্কার সুনীল পাচ্ছে। ওকে অভিনন্দন। এমন ভালো পারফরমেন্স ওর থেকে আমরা ভবিষতে আশা করছি। ‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here