১৩ বছরের ইতিহাসে নয়া রেকর্ড, সুইস ব্যাঙ্কে রেকর্ড পরিমাণে অর্থ বাড়ল ভারতীয়দের

0
76

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

অতিমারি আবহে সুখবর শোনাল সুইস ব্যাঙ্ক। ১৩ বছরের ইতিহাসে সুইস ব্যাঙ্কে বিপুল পরিমাণে অর্থ বাড়ল ভারতীয়দের।

swiss bank | newsfront.co
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

সুইস ব্যাংকের তরফে বলা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২০ সালে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে প্রায় ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি। বিভিন্ন দেশীয় সংস্থা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস ব্যাঙ্কে কোটি কোটি টাকা রাখেন ভারতীয়রা। এর আগে ২০১৮ সালের শেষে সুইস ব্যাঙ্কের অর্থের পরিমাণ প্রায় ৬ হাজার ৬২৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল। এরপর পর পর দু’বছর বৃদ্ধি বেশ কিছুটা কমে যায়। তারপর ২০২০ সালে রেকর্ড পরিমাণে বৃদ্ধি পায় সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থ। সূত্রের খবর, অন্যান্য দেশের থেকে ভারতীয়দের থেকেই বেশি অর্থ এসেছে সুইস ব্যাঙ্কে।

আরও পড়ুনঃ শিশুদের জন্য ভারতে মিলবে ৪ ধরনের কোভিড টিকা

প্রসঙ্গত, সুইস ব্যাঙ্কে রাখা টাকাকে কালো টাকা হিসেবেই গণ্য করা হয়। সেই কারণে গ্রাহকের প্রতি দায়বদ্ধতা থাকায় ব্যাঙ্কের সম্পত্তির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে না সুইস ব্যাঙ্ক। গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও আমানত সম্পর্কে সব রকমের গোপনীয়তা বজায় রাখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here